রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাকটেরিয়া মারতে ভাইরাস: ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান সিলেট ক্রিকেট ইতিহাসে নারী দলের প্রথম ম্যানেজার সেলীনা চৌধুরী  মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে গণফোরামের প্রার্থী ঘোষনা কুলাউড়ায় ৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগে বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু মৌলভীবাজারের নতুন ডিসি তৌহিদুজ্জামান পাভেল আগামী নির্বাচনে কুলাউড়া ও জুড়ী – বড়লেখা দুটি আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাবুল আহমেদ বাবুল  মৌলভীবাজারে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরন কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ারের সভাপতি আব্দুল জলিল সেফুল’র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা কুলাউড়ায় শুভ সংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ছালামকে সংবর্ধনা

স্বামী সন্তান রেখে মুসলিম প্রেমিকের সাথে ঘর ছাড়া সনাতনী গৃহবধূ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় পরকীয়া প্রেমে আসক্ত হয়ে লক্ষী রাণী রায় নামে সনাতন ধর্মের এক গৃহবধূ স্বামী সন্তান রেখে আব্দুর রজাক নামে এক মুসলমান প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী অভি চন্দ্র গুন বাদি হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দাশের মহল এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, ধর্মীয়রীতি অনুযায়ী ৮ বছর পূর্বে বিবাহ হয় অভি চন্দ্র – লক্ষী রানী দম্পতির। সংসার জীবনে অন্নব গুন (৭) কর্ণ গুন (দেড় বছর) নামে দুই সন্তানের জনক হন তারা।

জানা যায়, আব্দুর রজাক প্রতিবেশি হওয়ার সুবাদে লক্ষী রাণীর বাড়িতে আসা যাওয়া করতেন । এক পর্যায়ে পরকীয়া প্রেম ও অবৈধ সম্পর্ক তৈরি হয় তাদের। বিষয়টি স্বামী অভি চন্দ্র জেনে গেলে এলাকার মুরব্বিদের অবহিত করে বিচার সালিশের মাধ্যমে মীমাংসা হলেও ক্ষিপ্ত হয়ে যেকোনো সময় লক্ষী রাণী-কে তুলে নিয়ে যাওয়ার জন্য এলাকায় বিভিন্ন প্রচার চালান আব্দুর রজাক। অভি চন্দ্র গুন জানান, আমি বাড়িতে না থাকার সুবাদে ২৮ জুলাই রাতে রজাক আমার ঘরে আসে। সে এবং আমার স্ত্রী মিলে ঘরে থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও হাতের বালাসহ দুই ভরি স্বর্ণ, গরু ক্রয়ের জন্য আমার ঘরে থাকা নব্বই হাজার টাকা আমার ছোট সন্তান কর্ণ গুন (১.৫) কে নিয়ে যায়। এতে স্থানীয় লোকজন সাক্ষী রয়েছেন।

অভিযোগের ব্যাপারে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম  বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh