সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ঠিকানা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুলাউড়ার ভুকশিমইলে সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী  কুলাউড়ায় মাদ্রাসার সুপার কে তালামীয নেতার হুমকি, প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় উৎসবমুখর পরিবেশে বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন কুলাউড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে বালু উত্তোলন করায়, ১ লক্ষ টাকা জরিমানা ইসলামী আইনের চেয়ে পৃথিবীতে ভালো কোনো আইন নেই—ডা. শফিক জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তায় ২মিলিয়ন ইউরো দেবে ইইউ মেক্সিকোর প্রেসিডেন্টের নিকট পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

কুলাউড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় বিউটি বেগম (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকালে কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় স্বামীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বিউটি’র স্বেচ্ছা মৃত্যু হয়েছে বলে জানান তাঁর শ্বশুরবাড়ি লোকজন। ওই গৃহবধূর পরিবারের দাবি, বিউটিকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে উপজেলার হাজিপুর ইউনিয়নের উত্তর পল্কি গ্রামের শাইস্তা মিয়ার মেয়ে বিউটির সঙ্গে একই উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে পায়েল আহমেদের বিয়ে হয়। তাঁদের সংসার জীবনে ভিবা ও বাহা নামে ৩ বছর বয়সী যমজ দুই সন্তান রয়েছে।
বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়ি থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বিউটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সরকারি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিউটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর পিতা শাইস্তা মিয়া,  তিনি বলেন, আজ সকাল ৯টায় লোক মারফত বিউটির আত্মহত্যার খবর তাঁরা জানতে পারেন। ঘটনাস্থলে গিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি। তিনি আরও বলেন তাঁর ননদরা প্রায়ই মারধর করতেন। এ নিয়ে আগে বিচার শালিস ও হয়েছে। ননদরা তাঁকে হত্যা করে লাশটি ঝুলিয়ে রেখেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। ওই গৃহবধূর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh