বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক মোক্তাদির হোসেনের পিতৃবিয়োগ কাদিপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেন বিএনপি নেতা আব্দুল মুহিত বাবলু কুলাউড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলাউড়ায় এইচএসসিতে ১১১ জন ও আলিমে ১১ জন জিপিএ ৫ পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা কুলাউড়ায় এসএসসি ৯৫ ব্যাচের উদ্যােগে প্রয়াত রোমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুরের জন্মদিন পালিত কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, আহত ২ কুলাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে কুলাউড়া পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ

কুলাউড়ায় আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

আব্দুল জব্বার গণমানুষের নেতা ছিলেন, তিনি দলের দুর্দিনে ত্যাগ স্বীকার করেছেন তিনি ছিলেন দলের প্রকৃত নেতা, আব্দুল জব্বারের মতো সৎ, নির্ভিক, কর্মী বান্ধব ও নিঃস্বার্থ একজন কর্মী আজকের দিনে বিরল। তাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্নেহধন্য, কুলাউড়ার সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করেছেন।
বুধবার (৩১ আগস্ট) কুলাউড়া উপজেলা প্রাঙ্গণে অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়ামে আব্দুল জব্বার স্মৃতি সংসদের আয়োজনে মরহুম আব্দুল জব্বারের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন বক্তারা এসব কথা বলেন।
স্মৃতি সংসদের সভাপতি মরহুমের পুত্র প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন মরহুমের অপর পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, মৌলভীবাজার জেলা সিপিবি সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম শফি, অধ্যাপক সি এম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, বদরুল ইসলাম বদর ও জামাল হোসেন, মোস্তাক আহমেদ, প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ুম, বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, জাসদ সভাপতি সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম টিপু, আওয়ামী লীগ নেতা সৈয়দ কলা মিয়া, মকদ্দছ আলী ও আব্দুল মনাফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা যুবলীগ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এনামুল হক মিফতা, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, কলেজ ছাত্রলীগের সম্পাদক আনোয়ার হোসেন বখশ ও মাহফুজুর রহমান প্রমুখ।
সভাশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহতসহ ১৯৯২ সালের ২৮ আগস্ট নিহত মরহুম আব্দুল জব্বার স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাও. আহসান উদ্দিন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh