বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা

কুলাউড়ায় কোভিড-১৯ প্রতিরোধে ওয়াফ’র সভা

নাজমুল বারী সুহেল
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

 

কুলাউড়া উপজেলার এনজিও সংস্থা ‘ওয়াফ’ এর বাস্তবায়নে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক স্টেকহোল্ডারদের নিয়ে টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এডাব’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওয়াফ এর নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার।
স্বাস্থ্য কমপ্লেক্সের এমও ডা. নাজমুস সিয়াম রাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, উপজেলা প. প. কর্মকর্তা রিপন চন্দ্র দে, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল আহমদ নিয়াজী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, মৌলভীবাজার এডাব’র আইএসপি রোকশানারা আক্তার।
আরও বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন, এমটি ইপিআই আপ্তাব উদ্দিন, প্রধান শিক্ষক শামসুন্নাহার, মিটিপুর সিএইচসিপি কামাল হোসেন, উপজেলা ব্রাহ্মণ সংসদের সম্পাদক মতিলাল ভট্টাচার্য্য, ওয়াফ কর্মী আতিকুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি ডা. ফেরদৌস আক্তার কোভিড-১৯ এর অতিথ ও বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উদ্যোগে ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কোভিড-১৯ প্রতিরোধে সফল হয়েছে। এছাড়া সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের ৬৪টি জেলার মধ্যে মৌলভীবাজার জেলা টিকা কার্যক্রমে ৫ম স্থানে রয়েছে।
তিনি বলেন, হাসপাতালে বোস্টার ডোজসহ টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। কোভিড-১৯ থেকে সুরক্ষায় যারা ভ্যাকসিন কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদেরকে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, এনজিও সংস্থা, শিক্ষক, ইমাম, পুরোহিত, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী প্রমুখ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh