 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর , এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর, কুলাউড়া উপজেলায় এই বৃহৎ হাওর হাকালুকি, হাওরের বড় একটি কুলাউড়া অংশে, হাকালুকি হাওরের চকিয়া বিল” জলমহাল এবং “মৈষা মারা বিল” জলমহালের নিকটবর্তী “ফানাই নদী” তে অবৈধ ভাবে জাল দিয়ে জলমহাল গুলিতে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ২২ অক্টোবর শনিবার দুপুরে কুলাউড়ার হাকালুকি হাওড়স্থ “হাওয়া বর্ণি সিংরাজুড়ী ও ফুটবিল গ্রুপ ফিশারি” জলমহাল, “চকিয়া বিল” জলমহাল এবং “মৈষা মারা বিল” জলমহালের নিকটবর্তী “ফানাই নদী” তে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নদীতে স্থাপিত ০৫ টি স্থায়ী প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পাশাপাশি নদীতে স্থায়ী প্রতিবন্ধকতা তৈরিতে ব্যবহৃত প্রায় ১৫,০০০ (পনের হাজার) মিটার অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ মেহেদী হাসান,এবং সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, কুলাউড়া জনাব মোহাম্মদ আবু মাসুদ এবং কুলাউড়া থানা পুলিশের একটি দল।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ভূমি মো: মেহেদী হাসান বলেন, অবৈধ ভাবে যাহারা জলমহালে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।