 
																
								
                                    
									
                                 
							
							 
                    কুলাউড়া উপজেলায় শিশু শিক্ষার্থীদের (৫ থেকে ১১ বছর) মাঝে ‘পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ টিকা’ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে পৌর শহরস্থ রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসেন, এমওডিসি ডা. নাজমুস সিয়াম রাফি, কুলাউড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আপ্তাব উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. আব্দুল আউয়াল, স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল আহাদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসেন জানান, উপজেলার ৫৮ হাজার শিশু শিক্ষার্থীদের এ কার্যক্রমের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিডিউল অনুযায়ী টিকা প্রদান কার্যক্রম আগামী ২৬ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।