শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ঢেউটিন বিতরণ জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু কুলাউড়ায় মাসব্যাপী ড্রাইভিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু কুলাউড়ায় পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়ায় পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন  কুলাউড়ায় ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

কুলাউড়ায় সাপ্তাহিক মানব ঠিকানা রজতজয়ন্তী ও জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা মানব ঠিকানার ২৫ বছর পূর্তি উপলক্ষে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার ২১ ডিসেম্বর বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

প্রধান আলোচ্যক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, অধ্যাপক প্রণব কান্তি দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা সিপিবি’র সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল কাইয়ুম, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান কবির, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, মানব ঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন, বার্তা সম্পাদক মোঃ আলাউদ্দিন কবির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, শিরীন আক্তার চৌধুরী মুন্নী, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। হাঁটি হাঁটি পা পা করে একটি মফস্বল শহর থেকে এগিয়ে চলার ২৫ বছরে ঠিকে থাকা মানব ঠিকানার জন্য গৌরবের। এসময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের জীবন গঠনে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রতিযোগিতার বাজারে বিশে^র সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষার জন্য নিজেকে মানিয়ে নেয়ার মনমানসিকতা তৈরির পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে এসএসসি ও দাখিল উত্তীর্ণ জিপিএ- ৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। এবং অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় কন্ঠশিল্পী তসিবা বেগম, সৌরভ সোহেল, পুরভী তালুকদারসহ সিলেট ও কুলাউড়ার স্থানীয় শিল্পীরা

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh