বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্র্যাকের ব্রাহ্মণবাজার শাখা অফিসের উদ্বোধন নোবেল বিজয়ীকে চমক দিলেন ডা. সাঈদ এনাম মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস মৌলভীবাজারে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন অনুষ্ঠিত ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ, জামায়াতের ! উপদেষ্টা সাথে বৈঠক কুলাউড়ায় ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা কুলাউড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালায় ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী শাজান মিয়ার পৃষ্টপোষকতায় কুলাউড়া পৌর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কুলাউড়ায় পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

কুলাউড়া প্রেসক্লাব’ বনাম থানা পুলিশের প্রীতি ফুটবল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

 

কুলাউড়ায় বিজয়ের মাস উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
‘কুলাউড়া প্রেসক্লাব’ বনাম ‘কুলাউড়া থানাপুলিশ প্রশাসন’ এর মধ্যে অনুষ্ঠিত খেলায় ‘কুলাউড়া প্রেসক্লাব’ চ্যাম্পিয়ান এবং ‘কুলাউড়া থানাপুলিশ প্রশাসন’ রানার্স আপ হয়।
খেলার প্রথমার্ধে কুলাউড়া থানাপুলিশ ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে কুলাউড়া প্রেসক্লাব ২ গোল দিলে খেলা ড্র হয়ে যায়। নির্ধারিত সময়ে খেলা শেষ হয়ে যাওয়ায় টাইবেকারে ৩-২ গোলে প্রেসক্লাব চ্যাম্পিয়ান ও থানাপুলিশ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করার জন্য মাঠে অতিথি ছাড়াও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও থানার এসআই তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে চ্যাম্পিয়ান ট্রফির পুরস্কার কুলাউড়া প্রেসক্লাব দলের অধিনায়ক ও উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানসহ টিম সদস্যদের হাতে তুলে দেন পুলিশ দলের অধিনায়ক মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
অপরদিকে রানার্স আপ দলের পুরস্কার পুলিশ দলের অধিনায়ক মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারসহ টিম সদস্যদের হাতে তুলে দেন কুলাউড়া প্রেসক্লাব দলের অধিনায়ক ও উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিজয়ের মাসে এ রকম খেলার আয়োজন করায় কুলাউড়া প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, থানার ওসি মো. আব্দুছ ছালেক, খেলা আয়োজক কমিটির আহবায়ক এম মছব্বির আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেন গুপ্ত, কুলাউড়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, প্রবীণ শিক্ষাবিদ মো. খুরশীদ উল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, খেলা আয়োজক কমিটির যুগ্ম-আহবায়ক তারেক হাসান, বিশিষ্ট ফুটবলার কাবুল পালসহ প্রেসক্লাব সদস্যবৃন্দ ও থানাপুলিশের কর্মকর্তাবৃন্দ।
খেলা পরিচালনা করেন বিশিষ্ট রেফারি ও মহতোছিন আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান ছুরুক।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh