বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার কুলাউড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্মারকলিপি কুলাউড়ায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ ডিসেম্বর পর্যন্ত অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দেশ থাকবে, নেতাকর্মীদের সতর্ক ও সাবধান থাকতে হবে- এম নাসের রহমান সকাল থেকেই উষ্ণ ঢাকার তাপমাত্রা, আরও বাড়বে গরম ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের এআই অ্যাপ ন্যায়পরায়ণ লোকেরা ক্ষমতায় আসলে পাঁচ বছরেই দেশের চেহারা পাল্টে যাবে ডা. শফিক কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের  উদ্যোগে কোরবানি  কুলাউড়ায় ঈদ উদ্‌যাপন করবেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান  জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

কুলাউড়া থানার রুমান মিয়া জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার মো: রুমান মিয়া তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে এই স্বীকৃতি  পান এছাড়াও চোরাই মোটর সাইকেল ও গাড়ী উদ্ধারে নেতৃত্ব দেওয়ায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বিশেষ পুরস্কারে ভূষিত হোন।
বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে গত জানুয়ারী মাসের মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন কুলাউড়া থানার এএসআই মো.রুমান মিয়া (৬ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ এএসআই রুমান মিয়া বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্যার ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত জানুয়ারী মাসে সাজা এবং ওয়ারেন্ট সহ মোট ২৪ টি মামলা নিষ্পত্তি হয়। এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ছিলো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh