সোমবার, ১৬ জুন ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ ডিসেম্বর পর্যন্ত অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দেশ থাকবে, নেতাকর্মীদের সতর্ক ও সাবধান থাকতে হবে- এম নাসের রহমান সকাল থেকেই উষ্ণ ঢাকার তাপমাত্রা, আরও বাড়বে গরম ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের এআই অ্যাপ ন্যায়পরায়ণ লোকেরা ক্ষমতায় আসলে পাঁচ বছরেই দেশের চেহারা পাল্টে যাবে ডা. শফিক কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের  উদ্যোগে কোরবানি  কুলাউড়ায় ঈদ উদ্‌যাপন করবেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান  জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন মৌলভীবাজারে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ পৌরসভার দেখিয়ারপুরে আর সি সি দ্বারা ঢালাই কাজের উদ্বোধন

মাধবকুণ্ড ইকোপার্কের মাস্টারপ্লান অনুমোদন

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মাধবকুন্ড ইকো পার্ক এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা এবং চিত্তবিনোদনের সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে ইকো-ট্যুরিজমসহ সার্বিক উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, মাধবকুণ্ড এলাকার প্রকল্প কার্যক্রম সফলভাবে সমাপ্তির পর দর্শনার্থীর সংখ্যা দিনে দিনে বাড়বে, বনায়ন কার্যক্রম, ভৌত অবকাঠামো নির্মাণ ও রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে দেশে ব্যাপক সম্পদ সৃষ্টি হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মাধবকুণ্ড ইকোপার্কের মাস্টারপ্লান অনুমোদন উপলক্ষে আয়োজিত সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিদ্যমান ভূমির ব্যবহার ও ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে প্রস্তাবিত এলাকাকে ৩টি জোনে ভাগ করা হবে। ছড়া, পাহাড়ের ঢালসহ বনভূমি ও বনভূমির আশেপাশের ক্যাচমেন্ট এরিয়ায় ইত্যাদির সংরক্ষণের জন্য একটি বন সংরক্ষণ জোন থাকবে। যেখানে বিরল ও সংকটাপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থা থাকবে। বন সংরক্ষণ জোনের মোট আয়তন হবে ৯২৫ একর।  প্রকল্প এলাকায় তথ্য কেন্দ্র, জাদুঘরসহ বিবিধ সুযোগ সুবিধা সম্পন্ন একটি ইকোট্যুরিজম জোনের প্রস্তাব করা হয়েছে। পার্ক এলাকায় মধ্যে ইকোট্যুরিজম জোনটির আয়তন হবে ৩.৯৬ একর।

শাহাব উদ্দিন বলেন, প্রস্তাবিত মাস্টারপ্লানে আউটডোর বিনোদনের জন্য ইকোপার্ক এলাকার বাহিরে ব্যক্তিগতভাবে ছোট রিসোর্ট, কটেজ, কনভেনশন হল বা মিটিং সুবিধা সম্পন্ন অবকাঠামো নির্মাণের জন্য একটি বর্ধিত ইকোট্যুরিজম জোনের প্রস্তাব করা হয়েছে, যা এই প্রকল্পে নতুন মাত্রা যোগ করছে। উক্ত বর্ধিত ইকোট্যুরিজম জোনের আয়তন হবে ৩৯১ একর।


মাস্টারপ্লানের আওতায় মাধবকুণ্ডে দর্শনার্থীদের জন্য ক্যাবল কার স্থাপন করা হবে। এছাড়াও জলপ্রপাত ফুট ট্রেইল, নৃতাত্ত্বিক জাদুঘর, মসজিদ, রেস্টুরেন্ট, কফি কর্নার, বিশ্রামের জায়গা ছাউনিসহ বসার স্থান এবং প্রধান পার্কিং এলাকায় ৫টি স্যুভেনির শপ নির্মাণ করা হবে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, কেন্দ্রীয় বাস ও কার পার্কিং, চিলড্রেন’স কর্নার, হালকা যানবাহনের পার্কিং, প্রজাপতি পার্ক, এনরিচমেন্ট বাগান, বিদ্যমান স্থাপনার পুনর্বাসন করা হবে।  

পার্ক এলাকায় পানি সরবরাহ, পানি নিষ্কাশন ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, সীমানা প্রাচীর, ব্যক্তি মালিকানাধীন ভূমিতে ইকো লজ, নিরাপত্তা চৌকি স্থাপন, জলপ্রপাত পর্যবেক্ষণ প্লাটফর্ম, ছড়ার পাশ সংরক্ষণ, প্রাথমিক চিকিৎসা/জরুরি উদ্ধার কেন্দ্র স্থাপন করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh