মৌলভীবাজারের কুলাউড়ায় সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফী এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ জুন (শনিবার) সন্ধ্যা ৭ টায় রোজ ক্যাফে রেস্টুরেন্টে কুলাউড়া সাজ, ভিডিও এন্ড ফটোগ্রাফি এসোসিয়েশনের সভাপতি সবুজ আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুমন আচার্য্যোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই,
কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, থানার উপপরিদর্শক ফরহাদ মাতব্বর, হাবিবুর রহমান, সিলেট ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কার্তিক পাল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলু, সহ-সভাপতি রুমন সূত্রধর, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, অর্থ সম্পাদক শাহিন সানি, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ প্রচার সম্পাদক, ইমাদ হোসেন, দপ্তর সম্পাদক জাকির আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক জয় মালাকার, ক্রীড়া সম্পাদক মিতুল দেব, সহ দপ্তর সম্পাদক শাওন আহমেদ, আইটি বিষয়ক সম্পাদক সুমিত মল্লিক প্রমুখ।