কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুকের নির্দেশনায় এবং থানার উপ-পরিদর্শক ফরহাদ মাতব্বরের নেতৃত্বে কুলাউড়া শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এ ধরনের নিয়মিত পরিচালিত হবে।
(সোমবার) ১৪ জুলাই রাতে কুলাউড়া থানার একদল পুলিশ শহরের প্রধান প্রধান সড়ক, বাজার এবং জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে টহল দেয়। পুলিশের এই আকস্মিক টহলে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে বলে স্থানীয়রা আশা করছেন।
ওসি মো: ওমর ফারুক জানান, কুলাউড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি বদ্ধপরিকর। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হবে।”
সকলের সহযোগিতায় একটি বাসযোগ্য কুলাউড়া গড়ে তুলা হবে আমার প্রধান কাজ।
থানার উপ পরিদর্শক ফরহাদ মাতব্বর বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল মহোদয় ও থানার ভারপ্রাপ্ত ওসি স্যারের নির্দেশনায় আমরা কুলাউড়াকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। জনগণের সহযোগিতা পেলে আমাদের কাজ আরও সহজ হবে।