কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মনসুর প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমেরিকা প্রবাসী প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম সদস্য রকিব আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৫ ফেব্রুয়ারী (বুধবার ) বিকেলে, সংস্থার অস্থায়ী কার্য্যালয়ে তাঁকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়, এ সময় উপস্থিত ছিলেন সংর্বধিত অতিথি আমেরিকা প্রবাসী মো: রকিব আলী, বীর মুক্তিযোদ্ধা রজাক আলী, সমাজ সেবক আকদ্দছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা আব্দুল মুহিত বাবলু, প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য মনির মিয়া, সাংবাদিক মহি উদ্দিন রিপন, সংস্থার বাংলাদেশের প্রতিনিধি মুহিবুল ইসলাম জাবেদ, মনসুর ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রাজিন সালাহ প্রমুখ, এসময় উপস্থিত অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে প্রবাসীদের ভূয়সী প্রসংশা করে তাদের প্রবাস জীবন আরও সুন্দর সমৃদ্ব কল্যাণময় কামনা করেছেন এবং প্রবাসী সকলকে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।