সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা

কুলাউড়ায় পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি প্রদর্শনী

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

 

পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফিটির প্রদর্শনী হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মৌলভীবাজার থেকে রঙ্গিন ব্যানার ফেস্টুনে সুসজ্জিত একটি পিকআপ বাদক দল সহ ট্রফিটি নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রদর্শনী শেষে ট্রফিটি নিয়ে আসা হয় কুলাউড়া থানায়।
ট্রফি বহনকারী দল দুপুরে কুলাউড়া থানায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, পৌরসভার মেয়র ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক ট্রফি বহন করে দলকে স্বাগত জানান এবং এই টুর্নামেন্ট নিয়ে বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মোতাহের হোসেন চৌধুরী, কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন কুমার দেব, ইউপি সদস্য মোঃ ফজলু মিয়া, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, দেশের কণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, সাংবাদিক ইব্রাহিম আলীসহ কুলাউড়া থানা পুলিশের সদস্যবৃন্দ। কুলাউড়া থানা থেকে ট্রফি নিয়ে কুলাউড়া এবং আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামীকাল ১ মার্চ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে মৌলভীবাজারে এবং সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ মার্চ। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মৌলভীবাজার সদর উপজেলার সাথে মোকাবেলা করবে কুলাউড়া উপজেলা একাদশ। টুর্নামেন্টে সফলভাবে শেষ করতে সর্বস্তরের ক্রীড়ামোদীদের সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh