বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক ফ্রান্সে সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ কুলাউড়ায় দেবর কতৃক ভাবির উপর হামলার অভিযোগ রেডিও পল্লীকণ্ঠ এর আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত কুলাউড়া পৌর এলাকার বাদে মনসুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্রাইট একাডেমির বেসিক গ্রামার কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল সেফুল’র সৌজন্য সাক্ষাৎ কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশাল মানববন্ধন টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৬০ শিশু -কিশোর ব্র্যাকের ব্রাহ্মণবাজার শাখা অফিসের উদ্বোধন

কুলাউড়ায় পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি প্রদর্শনী

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

 

পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফিটির প্রদর্শনী হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মৌলভীবাজার থেকে রঙ্গিন ব্যানার ফেস্টুনে সুসজ্জিত একটি পিকআপ বাদক দল সহ ট্রফিটি নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রদর্শনী শেষে ট্রফিটি নিয়ে আসা হয় কুলাউড়া থানায়।
ট্রফি বহনকারী দল দুপুরে কুলাউড়া থানায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, পৌরসভার মেয়র ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক ট্রফি বহন করে দলকে স্বাগত জানান এবং এই টুর্নামেন্ট নিয়ে বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মোতাহের হোসেন চৌধুরী, কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন কুমার দেব, ইউপি সদস্য মোঃ ফজলু মিয়া, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, দেশের কণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, সাংবাদিক ইব্রাহিম আলীসহ কুলাউড়া থানা পুলিশের সদস্যবৃন্দ। কুলাউড়া থানা থেকে ট্রফি নিয়ে কুলাউড়া এবং আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামীকাল ১ মার্চ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে মৌলভীবাজারে এবং সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ মার্চ। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মৌলভীবাজার সদর উপজেলার সাথে মোকাবেলা করবে কুলাউড়া উপজেলা একাদশ। টুর্নামেন্টে সফলভাবে শেষ করতে সর্বস্তরের ক্রীড়ামোদীদের সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh