সোমবার, ১২ মে ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক সঞ্জয় পাশী গ্রেপ্তার কুলাউড়ায় বড় ভাই কর্তৃক প্রবাসী ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন কুলাউড়ায় যুবলীগ নেতা তারন গেপ্তার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জেলা প্রশাসক কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ঢেউটিন বিতরণ জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু কুলাউড়ায় মাসব্যাপী ড্রাইভিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু

কুলাউড়ায় ‘আমাদের কথা’র ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। ইউরোপের জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘আমাদের কথা’ বরাবরই মানুষের মুখে হাসি ফুটাঁনোর জন্য অনেক কার্যক্রম পরিচালনা করে আসছে  ১০ বছর পাড়ি দেওয়া এই  গনমাধ্যমর এবার ও  ব্যতিক্রম হয়নি।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ফাতেমা খাতুন মরিয়ম এর প্রকাশনায় ইউরোপের অনলাইন পত্রিকা “আমাদের কথা’র পক্ষ থেকে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে, ১৬ এপ্রিল রোববার বিকেলে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বড়কাপন এলাকায় একশত পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়, আমাদের কথার বাংলাদেশের সমন্বয়ক জিল্লুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মহি উদ্দিন, শিক্ষক মাহবুব হোসেন মাছুম ,অলিউডর রহমান মিরাজ প্রমুখ।
ফাতেমা খাতুন(মরিয়ম) এর প্রকাশনায় বিচক্ষনতার সাথে এগিয়ে চলছে অনলাইন পত্রিকা আমাদের কথা
তিনি মনে করেন ঈদে দেশের মানুষ আনন্দে থাকলেই যেন তিনি আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন
গরীব অসহায় ও দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের কথার মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের এই মানবিক কাজের জন্য প্রশংসার দাবি রাখেন ইতিমধ্যে তারা সামাজিক অনেক কাজে বিশেষ ভূমিকা রাখছেন।
আমাদেরকথার সম্পাদক লুৎফুর রহমান বাবু বলেন, গরীব অসহায় ও দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের কথার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। যা কয়েক বছর থেকেই আমরা পরিচালিত করছি। আমাদের সামর্থ্য দিয়ে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র মানবিক প্রয়াস। আপনাদের কথা মানেই ‘আমাদেরকথা’ আমাদের এই প্রতিপাদ্য সামনে রেখেই আমরা চলছি অবিরাম। সামনের দিনগুলোতেও সবাই পাশে থাকবে সেই প্রত্যাশা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh