বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নে জামায়াত প্রার্থীর জনসভা ব্যাকটেরিয়া মারতে ভাইরাস: ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান সিলেট ক্রিকেট ইতিহাসে নারী দলের প্রথম ম্যানেজার সেলীনা চৌধুরী 

জুড়ীতে হত্যা মামালার ৪ আসামীসহ ৭জন গ্রেফতার

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

 

মৌলভীবাজারের জুড়ীতে মসজিদের টাকার হিসাব নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত জলিল মিয়া’র হত্যা মামলার আরো তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আত্বগোপনে থাকা চার (৪) আসামীকে সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন হাতিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। এর আগে একই মামলায় আরো দুইজনকে গ্রেফতার হয়েছে।
জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির গ্রেফতারের সত্যতা জানিয়ে বলেন, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে গত ১৫ এপ্রিল রাতে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে পিঠিয়ে হত্যা করা হয় জলিল মিয়া নামে এক ব্যক্তিকে। পরবর্তীতে ঐ দিন রাতেই তার ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অঞ্জন কুমার দাশ এর নেতৃত্বে এসআই পরিতোষ পাল, এএসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানার একদল পুলিশ সুনামগঞ্জের দিরাই থানার হাতিয়া এলাকায় অভিযান চালায়। এসময় জলিল মিয়া’র হত্যা মামলায় এজহারভুক্ত আত্মগোপনে থাকা চারজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চাটেরা গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ছিনু মিয়া (৬০), আফতাব আলীর ছেলে সুমন মিয়া (২৭), ইয়াছিন আলীর ছেলে রাসেল মিয়া (২৪), ছিনু মিয়ার ছেলে পারুল মিয়া (২৭)। একই দিনে জুড়ী থানার এসআই ফরহাদ আহমদ এর নেতৃত্বে অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামীকে গ্রেফতার করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জুড়ী থানা পুলিশের এ ধরনের দু:সাহসিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh