মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা

কুলাউড়ায় রক্তস্বল্পতা ও পুষ্টি বিষয়ক ওয়ার্কশপ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩

 

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘‘ প্রডাকশন অফ এসবিসিসি ম্যাটেরিয়েলস্ এন্ড হেলথ এডুকেশন ক্যাম্পেইন টু রিডুইিচ এ্যামেনিয়ো এন্ড মেলনিউট্রেশন’’ শীর্ষক ১ দিনব্যাপী কর্মশালা ১৫ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা:ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও স্যানিটারী ইন্সপ্ক্টের জসিম উদ্দিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য

রাখেন মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ।
কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:জাকির হোসেন। এছাড়াও অতিথির বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, খালেদ পারভেজ বখশ,  চৌধুরী আবু সাইদ ফুয়াদ,  ময়নুল হক পবন ও স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ চৌধুরী প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডা:মইনুল ইসলাম ও ডা:নাজমুস সিয়াম রাফিসহ কর্মশালায় অংশগ্রহনকারীগন। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা:ফেরদৌস আক্তার বলেন, গর্ভকালীন সময়ে মা’গন পুষ্টিহীনতায় বেশী ভুগেন। গর্ভকালীন সময়ে মা’দের বেশীকরে পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরী। পুষ্টিহীনতার কারনে মা’দের সময়ে আগে বাচ্ছা প্রসব,বাচ্ছার ওজন কম হওয়াসহ নানা জটিলতায় ভুগেন। কাজেই মা ও শিশুকে সুস্থ রাখতে হলে গর্ভকালীন সময়ে মা’দেরকে অবশ্যই পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে কুলাউড়ায় প্রতিদিন ২ কমিউনিটি ক্লিনিকে ২৫ জন করে ৫০ জন মা’দের নিয়ে সচেতনতা বিষয়ে সমাবেশ করা হবে। এছাড়াও বিভিন্ন কমিউনিটিক্লিনিক, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপিদের মাধ্যমে উপজেলাব্যাপী অপুষ্টি ও
রক্তস্বল্পতা বিষয়ক ফ্লিপচার্ট বিতরন করা হবে।
কর্মশালায় খাবারের গুনাগুন জানি এবং মানি, পুষ্টিকর সুষম খাবার, সকলের জন্য দরকার, স্বাস্থ্য সম্মত খাবার , সকলের জন্য দরকার, সঠিকভাবে হাতধুলে, রোগ জীবাণু রবে দূরে; আঙ্গিনায় বা পুকুর পাড়ে করলে সবজি চাষ, আয় বাড়ে, পুষ্টি মেলে স্বচ্ছল বারো মাস, কৈশরকালের পুষ্টি , সারা জীবনের তুষ্টি ইত্যাদি শীর্ষক আলোচনা অনুষ্টিত হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh