মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনকে কুলাউড়ায় সংবর্ধনা কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন সিলেট উইমেন চেম্বারের দুই দিনব্যাপী পিঠা উৎসব সমাপ্ত কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উদযাপন  কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো নারীর, গ্রেপ্তার ১ শোভাযাত্রার মাধ্যমে কুলাউড়ার লংলা কলেজের দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু মৌলভীবাজারে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী কুলাউড়ায় ৩০ বছর পর এম এ গনি আদর্শ কলেজে ডিগ্রী স্থরের অনুমোদন সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই- কুলাউড়ায় জেলা প্রশাসক ইসরাইল হোসেন কুলাউড়া পৌরসভার ৩য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কুলাউড়ায় রক্তস্বল্পতা ও পুষ্টি বিষয়ক ওয়ার্কশপ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩

 

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘‘ প্রডাকশন অফ এসবিসিসি ম্যাটেরিয়েলস্ এন্ড হেলথ এডুকেশন ক্যাম্পেইন টু রিডুইিচ এ্যামেনিয়ো এন্ড মেলনিউট্রেশন’’ শীর্ষক ১ দিনব্যাপী কর্মশালা ১৫ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা:ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও স্যানিটারী ইন্সপ্ক্টের জসিম উদ্দিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য

রাখেন মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ।
কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:জাকির হোসেন। এছাড়াও অতিথির বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, খালেদ পারভেজ বখশ,  চৌধুরী আবু সাইদ ফুয়াদ,  ময়নুল হক পবন ও স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ চৌধুরী প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডা:মইনুল ইসলাম ও ডা:নাজমুস সিয়াম রাফিসহ কর্মশালায় অংশগ্রহনকারীগন। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা:ফেরদৌস আক্তার বলেন, গর্ভকালীন সময়ে মা’গন পুষ্টিহীনতায় বেশী ভুগেন। গর্ভকালীন সময়ে মা’দের বেশীকরে পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরী। পুষ্টিহীনতার কারনে মা’দের সময়ে আগে বাচ্ছা প্রসব,বাচ্ছার ওজন কম হওয়াসহ নানা জটিলতায় ভুগেন। কাজেই মা ও শিশুকে সুস্থ রাখতে হলে গর্ভকালীন সময়ে মা’দেরকে অবশ্যই পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে কুলাউড়ায় প্রতিদিন ২ কমিউনিটি ক্লিনিকে ২৫ জন করে ৫০ জন মা’দের নিয়ে সচেতনতা বিষয়ে সমাবেশ করা হবে। এছাড়াও বিভিন্ন কমিউনিটিক্লিনিক, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপিদের মাধ্যমে উপজেলাব্যাপী অপুষ্টি ও
রক্তস্বল্পতা বিষয়ক ফ্লিপচার্ট বিতরন করা হবে।
কর্মশালায় খাবারের গুনাগুন জানি এবং মানি, পুষ্টিকর সুষম খাবার, সকলের জন্য দরকার, স্বাস্থ্য সম্মত খাবার , সকলের জন্য দরকার, সঠিকভাবে হাতধুলে, রোগ জীবাণু রবে দূরে; আঙ্গিনায় বা পুকুর পাড়ে করলে সবজি চাষ, আয় বাড়ে, পুষ্টি মেলে স্বচ্ছল বারো মাস, কৈশরকালের পুষ্টি , সারা জীবনের তুষ্টি ইত্যাদি শীর্ষক আলোচনা অনুষ্টিত হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh