বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক মোক্তাদির হোসেনের পিতৃবিয়োগ কাদিপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেন বিএনপি নেতা আব্দুল মুহিত বাবলু কুলাউড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলাউড়ায় এইচএসসিতে ১১১ জন ও আলিমে ১১ জন জিপিএ ৫ পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা কুলাউড়ায় এসএসসি ৯৫ ব্যাচের উদ্যােগে প্রয়াত রোমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুরের জন্মদিন পালিত কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, আহত ২ কুলাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে কুলাউড়া পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ

৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি আব্দুছ ছালেক

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক ৭ম বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বুধবার (১৪ জুন) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন ওসি মোঃ আব্দুছ ছালেকের হাতে।
জানা গেছে, পুলিশি সেবার মানবৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে দ্রুত পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতার ঘটনা রোধ, খুন, মামলার পলাতক আসামীদের গ্রেফতার, চোরাইকৃত গরু উদ্ধারসহ চোর চক্রের সদস্যদের গ্রেফতার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মে ২০২৩ সালে এক বছরের মধ্যে ৭ম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ওসি মোঃ আব্দুছ ছালেক। পরবর্তীতে সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সুপারের মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (অচঅ) স্বাক্ষরিত হয়। এদিকে কুলাউড়া থানার মোঃ সালাউদ্দিন মিফতা ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন।
এক প্রতিক্রিয়ায় ওসি মোঃ আব্দুছ ছালেক বলেন, আমার এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফল। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে থানা পুলিশ বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, দুই একটি বিচ্ছিন্ন চুরি ছাড়া গত একবছরে কুলাউড়ায় কোন ডাকাতির ঘটনা ঘটেনি। এছাড়া মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ছাড়াও গরু চুরি রোধে তৎপর থেকে কাজ করেছি। এ অর্জন কুলাউড়া থানা এলাকার প্রতিটি মানুষের অর্জন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh