মৌলভীবাজারের কুলাউড়ায় বাসার সামনে থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদের প্রাইভেটকার যার নম্বর ঢাকা মেট্রো-গ ২৫-০১৮৪
চুরি হয়েছে। সোমবার (১০ জুলাই) ভোরে পৌর শহরের মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে।
চুরির ঘটনায় সোমবার দুপুরে গাড়ির মালিকের স্ত্রী রেজিয়া আহমেদ কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গাড়ি চুরির বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ জানান, সোমবার সারাদিন তার স্ত্রী গাড়ি নিয়ে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় ছিলেন।
রাতে কুলাউড়া শহরের বাসায় ফিরে গাড়ি বাসার সামনে পার্কিং করে রাখা হয়। ভোরে চোরেরা গাড়ির তালা ভেঙে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, গাড়িটি উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।