রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া পৌর এলাকার বাদে মনসুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্রাইট একাডেমির বেসিক গ্রামার কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল সেফুল’র সৌজন্য সাক্ষাৎ কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশাল মানববন্ধন টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৬০ শিশু -কিশোর ব্র্যাকের ব্রাহ্মণবাজার শাখা অফিসের উদ্বোধন নোবেল বিজয়ীকে চমক দিলেন ডা. সাঈদ এনাম মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস মৌলভীবাজারে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন অনুষ্ঠিত ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ, জামায়াতের ! উপদেষ্টা সাথে বৈঠক

কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচিত “খসরু-সুয়েব”পরিষদের অভিষেক ৫ মে

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী কুলাউড়াবাসীদের সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নবনির্বাচিত কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠান আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।
অভিষেক ও সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে রোববার ৬ এপ্রিল নিউইয়র্কের এস্টোরিয়াস্থ ৩৬ এভিনিউয়ের একটি রেষ্টুরেন্টের পার্টি হলে নব নির্বাচিত ও বর্তমান কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান সভাপতি শাহ্ আলাউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, সহ-সভাপতি লুৎফুর রহমান ওয়াসিম, সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েব, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন লিটন ও হারুনুর রশীদ তালুকদার, সহ সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মিন্টু, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক রাহাত বিন ওয়াহিদ চৌধুরী, প্রচার সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আজিজুল হক স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিতা চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা চৌধুরী মিলি, কার্যনির্বাহী সদস্য অলিউর রহমান, সালিক আহমদ, মো. মতিউর রহমান খান, তাহমিদুর চৌধুরী তৌসিফ ও ফারুক মিয়া।
সভায় সবার সম্মতিতে নবনির্বাচিত কমিটির শপথ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৫ মে উডসাইডের কুইন্স প্যালেস পার্টি হলে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া এসোসিয়েশনের বার্ষিক বনভোজন আগামী ১৩ জুলাই ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ‎এসব অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
প্রসঙ্গত, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষে কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল ও প্রার্থী না থাকায় খসরু-সুয়েব পরিষদের ১৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ এপ্রিল নির্বাচিত ঘোষণা করেন এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh