মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২জুলাই) বিকেল ৩ ঘটিকায় এ উপলক্ষে এক সভা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু্র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ সভাপতি আনোয়ারুল আজিম সাদেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্য নির্বাহী সংসদের
সদস্য সাইদুর রহমান খাঁন,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নাহিদ আহমদ, এখলাস হোসেন সিদ্দিকী, যুগ্ন সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপন সাংগঠনিক সম্পাদক তফাজ্জল খান রকি, সুমন আহমদ, শাকিল সিদ্দিকী খালেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা ইসলাম উদ্দিন, সজিব আহমদ চৌধুরী, ব্রাহ্মণবাজার ইউনিয়ন সভাপতি ফজলুর রহমান,
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা।