বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা

পরিবেশ সুরক্ষায় কুলাউড়ায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের বৃক্ষ রোপন ও চিত্রাংকন প্রতিযোগীতা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

 

পরিবেশ সুরক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এ্যাহেড বাংলাদেশ কর্তৃক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর আব্দুল হান্নান চৌধুুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও পরিবেশ সচেতনতামূলক চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ডিআইজি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ও বন অধিদফতরের উপ সচিব নাজনিন আক্তারের পৃষ্ঠপোষকতায় স্টেপ এ্যাহেড বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে এ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপন ও শিশুদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক। অনুষ্ঠানে আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেনের সভাপতিত্বে ও জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, বিট কর্মকর্তা আহমদ আলী, উদীচী শিল্পী গোষ্ঠি কুলাউড়ার শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মহিবুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠি কুলাউড়ার শাখার সহ সাধারণ সম্পাদক নান্টু দাস, কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা ইয়াসমিন, চিরশ্রী তালুকদার, জাহেদা বেগম,বিপাশা দত্ত প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জামিল ইসলাম। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ। সহযোগিতায় ছিলো কুলাউড়া মুক্ত স্কাউটসের একটি দল।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা পাঁচ জাতের গাছের চারা রোপন করেন। এসময় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতা বিচারকের দায়ীত্ব পালন করেন চারুহাট চিত্রাংকন একাডেমির পরিচালক, প্রশিক্ষক জিয়াউল হক জিয়া। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্কুলের শিশু-কিশোরদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ঝঃবঢ় অযবধফ ইধহমষধফবংয বিগত ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করেছে ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh