বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক মোক্তাদির হোসেনের পিতৃবিয়োগ কাদিপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেন বিএনপি নেতা আব্দুল মুহিত বাবলু কুলাউড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলাউড়ায় এইচএসসিতে ১১১ জন ও আলিমে ১১ জন জিপিএ ৫ পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা কুলাউড়ায় এসএসসি ৯৫ ব্যাচের উদ্যােগে প্রয়াত রোমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুরের জন্মদিন পালিত কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, আহত ২ কুলাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে কুলাউড়া পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ

শেখ হাসিনার সরকার থাকলে প্রতিটি খাতে উন্নয়ন হয় , প্রটোকল অফিসার রাজু’

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্ষমতায় থাকলে প্রতিটি খাতে উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে যে উদ্যোগ নিয়েছেন সেটি বাস্তবায়ন করতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় রাখতে হবে। কারণ শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম আরো ত্বরান্বিত হবে।
তিনি আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের কুলাউড়ায় জটিল রোগে আক্রান্ত অসহায় গরীবদের মাঝে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর উপহার আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এ কথাগুলো বলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে সমাজের অসহায় মানুষের জীবনের মানোন্নয়ন হয়েছে। আশ্রয়ন প্রকল্পের আওতায় দেশের ভূমিহীন ও গৃহহীনদের খোঁজে বের করে নতুন ঘর উপহার দেয়া হয়েছে। তিনি সর্বদা সমাজের অসহায়-নিপীড়িত মানুষের কল্যাণে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমি আমার দায়িত্বকালীন সময়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্নক্ষেত্রে কুলাউড়ার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের সুচিকিৎসার জন্য চিকিৎসা ব্যয়ের চেক বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারাবাহিকতা থাকবে।

অনুষ্ঠানে প্রায় ৬৯ জন দুঃস্থ রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ৩৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমেদ নোমান, সিনিয়র সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী প্রমুখ

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh