বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা

কুলাউড়ায় খামারিদের মাঝে বিনামূল্যে ঘাসের কাটিং বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় মঙ্গলবার ৩ অক্টোবর উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণের লক্ষ্যে খামারিদের মাঝে বিনামূল্যে ঘাসের কাটিং বিতরণ করা হয়েছে, এবং উন্মুক্ত ঘাসের বাজার ও চালু করা হয়েছে।  ঘাসের অধিক উৎপাদনে খামারীদের খরচ কমে বর্তমান বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দানাদার খাদ্যের বিকল্প হিসেবে প্রাণিপুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় খামারিকে উদ্বুদ্ধ করে উন্নত জাতের অধিক পুষ্টিমান সমৃদ্ধ। জারা,নেপিয়ার,পাকচং-১,জার্মান ঘাস এর কাটিং বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিঠুন সরকার, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু সুফিয়ান, উপসহকারী প্রাণী সম্পদ (স্বাস্থ্য) কর্মকর্তা মিহির কান্তি ভট্টাচার্য ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, গোখাদ্য হিসেবে সবুজ ঘাস প্রাণীদেহের জন্য এমন একটি উপাদান যাতে খাদ্যের প্রায় প্রত্যেকটি উপাদান বিদ্যমান থাকে। আলাদাভাবে দানাদার খাদ্যের তেমন প্রয়োজন হয় না। ফলে খামারীগন লাভবান হবেন। কুলাউড়া উপজেলার উন্নয়নে বৃহত্তর ভূমিকা পালন করছে খামারিরা, তাদের উদ্দেশ্য করে বলেন আপনারা ঘাস চাষে আগ্রহী হন ও এর পাশাপাশি ঘাসের বিভিন্ন রোগ বালাই ও বিভিন্ন প্রকার সমস্যা যেমন উন্নত জাতের কাটিং ও বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন ঘাস সম্পর্কে জানতে অবহিত করুন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh