শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাতারে জালালাবাদ এসোসিয়েশনের নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক তাহের কুলাউড়ায় বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ইতিহাস বলে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি – কুলাউড়ায় ডা: জাহিদ হোসেন কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভা সফলের লক্ষে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে বহুল আলোচিত প্রেমিকা হত্যা মামলার আসামী পুলিশের হাতে আটক কুলাউড়ায় বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের সাধারণ সম্পাদক হারুন তালুকদার সংবর্ধিত কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন মানুষ গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে – কুলাউড়ায় মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান বড়লেখা ইটাউরীতে লন্ডর প্রবাসী আনোয়ারের উদ্যোগে কম্বল বিতরণ কুলাউড়া বিএনপির ১২ ডিসেম্বরের কর্মীসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ এএসআই কুলাউড়া থানার রুমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে
তৃতীয়বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার মো: রুমান মিয়া। তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে এই স্বীকৃতি পান, এর আগে তিনি এ বছরের জানুয়ারি ও জুলাই মাসে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছিলেন।
পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে গত সেপ্টেম্বর মাসের জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে তিনি জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ভূষিত হন।  (৪ অক্টোবর ) বুধবার সকালে জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।
শ্রেষ্ঠ এএসআই রুমান মিয়া বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ স্যার, থানার সুযোগ্য অফিসার ইনচার্জ  মোঃ আব্দুছ ছালেক স্যারের নেতৃত্বে, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও ফেন্সিডিলসহ মাদক দ্রব্য উদ্ধার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, চোরাই গাড়ী উদ্ধারে সহায়তা, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, চুরি-ডাকাতি রোধসহ অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমাকে সেপ্টেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান স্যারের ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত সেপ্টেম্বর মাসে সাজা এবং ওয়ারেন্ট সহ অনেক মামলা নিষ্পত্তি হয়। এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত ছিলো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh