শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিমপুর মাদ্রাসায় হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন  ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবির গ্রেপ্তার কুলাউড়ায় হিউম্যানিটি রক্তদান সংস্থার শুভ সূচনা কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্ঠিত কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মখলিছ মিয়া কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ‘ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন মৌলভীবাজার জেলা শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

নির্বাচনে ভয় পেয়ে বিএনপি – জামায়াত মহাসমাবেশের নামে সহিংসতা শুরু করেছে – সফি আহমদ সলমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

 

ঢাকাসহ সারাদেশে বিএনপি – জামায়াতের সন্ত্রাস,নৈরাজ্য, হরতাল ও অবরোধের প্রতিবাদে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে সফি এম আহমদ সলমানের নেতৃত্বে কুলাউড়ায় শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
৩১ (অক্টোবর) মঙ্গলবার বেলা দুইটার দিকে শহরে মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে শান্তি সমাবেশে উপজেলা মৎসজীবিলীগের সদস্য সচিব আবুল মনসুর রাজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। তিনি তার বক্তব্য বলেন, নির্বাচনের আগ মুহূর্তে মহাসমাবেশের নামে বিএনপি জামায়াত যে ধ্বংসের রাজনীতি শুরু করেছে সেটি প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছে। বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে পার পাবেনা।
সফি আহমদ সলমান আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়েসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তায় ইর্ষাণ্বীত হয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় অনুধাবন করে তারা নির্বাচনের আগ মুহূর্তে বিশ্বব্যাপী বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কুৎসা রটিয়ে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। তারা আগামী নির্বাচনেও ভরাডুবির ভয়ে মহাসমাবেশের নামে দেশে সহিংসতা শুরু করেছে। গত শনিবার একজন পুলিশ সদস্যকে কুপিয়ে মেরেছে প্রকাশ্যে। এরকম সন্ত্রাসবাদকে রুখতে আওয়ামীলীগের প্রতিটি কর্মী শেখ হাসিনার নেতৃত্বে সজাগ রয়েছে। কুলাউড়ায় সন্ত্রাসবাদ ছড়াতে চেষ্টা করলে বিএনপি জামায়াতের কাউকে ছাড় দেয়া হবেনা। আগামী নির্বাচনে এই কুলাউড়ায় যিনি নৌকার মনোনয়ন পাবেন তাঁকে জয়ী করতে আমি আমার নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাবো। লক্ষ্য একটাই শেখ হাসিনাকে আবারো এদেশের প্রধানমন্ত্রী করতে হবে।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান শাহিন, কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য, খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh