সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা

কুলাউড়া থানার এএসআই বিল্লাল পেলেন জেলার সম্মাননা পুরস্কার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

 

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার বিল্লাল হোসেন ।
১৩ নভেম্বর জেলার মাসিক অপরাধ সভায় অক্টোবর মাসে রাতে মোবাইল ডিউটি তে ২ টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার ও আন্ত জেলা চোর চক্রের সদস্য কে গ্রেফতারের জন্য তিনি জেলার বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন।  এ ছাড়াও মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা, লওয়ারেন্ট তামীলকারী, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, চোরাই উদ্বার, সহ নানান কাজে ভূমিকা রাখা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদানে তাকে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়। তিনি তাঁর বিচক্ষণতা দ্বারা রাতে চৌকস ভালে পালন করে গাড়ি উদ্ধার ও চোর চক্রের সদস্য কে গ্রেফতার করে বিশেষ ভাবে মূল্যায়িত হন এ জন্য তিনি জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান তার হাতে ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল)জনাব দীপংকর ঘোষ, এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।
জেলার শ্রেষ্ঠ এএসআই বিল্লাল হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে দায়িত্ব পালন করে আসছি। সবার সহযোগিতায় আগামীতে এই ধারাবাহিকতা রক্ষায় সব সময় কাজ করে যাবো আমার এই অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মো: মনজুর রহমান (পিপিএম বার) স্যার , অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ স্যার ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ও তদন্ত ওসি ক্যশৈনু স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুলাউড়া থানার সকল অফিসার ও সদস্যদের সহযোগিতায় অনেক মামলা নিষ্পত্তি হয়, এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম করে আগামীতে আমার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh