বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক মোক্তাদির হোসেনের পিতৃবিয়োগ কাদিপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেন বিএনপি নেতা আব্দুল মুহিত বাবলু কুলাউড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলাউড়ায় এইচএসসিতে ১১১ জন ও আলিমে ১১ জন জিপিএ ৫ পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা কুলাউড়ায় এসএসসি ৯৫ ব্যাচের উদ্যােগে প্রয়াত রোমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুরের জন্মদিন পালিত কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, আহত ২ কুলাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে কুলাউড়া পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ

শফিউল আলম চৌধুরী নাদেলের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের নির্বাচন পরবর্তী  মতবিনিময়সভা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মতবিনিময় করেছেন জাতীয় সংসদ সদস্য  শফিউল আলম চৌধুরী নাদেল। দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার – ২ কুলাউড়া আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ৩১ জানুয়ারী (বুধবার) রাতে সংসদ সদস্যের কৌলাস্থ নিজ বাড়িতে  উপজেলার ও ইউনিয়ন আওয়ামীলীগের  নেতৃবৃন্দের নিয়ে আলোচনা ও  মতবিনিময় সভার আয়োজন করেন  । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত  সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল  নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জননেত্রী শেখ হাসিনা  ও দল আমাকে নির্বাচন করার জন্য আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছিলেন। আমি নির্বাচন করেছি, আমি  আওয়ামীপ্রেমিক ও সাধারণ জনগণের যে সাড়া পেয়েছি তা কখনো ভুলার নয়, আমি আপনাদের উন্নয়নের স্বার্থে সবাই একসাথে নিয়ে একতাবদ্ধ হয়ে স্মার্ট কুলাউড়া গড়তে কাজ করে যাবো।  নেতাকর্মীদের সকল বিপদ আপদে পাশে আছি ও আগামীতে থাকবো। উন্নয়নের জন্য আমি কথা দিচ্ছি কাজ করে  আপনাদের নিয়ে উন্নত সুখী সমৃদ্ধ কুলাউড়া গড়বো ।

কুলাউড়া  উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু’র  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, নির্বাচনে সমন্নয়কদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল মোক্তাদির তোফায়েল,  বদরুল ইসলাম বদর, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, খোরশেদ আলম খান সুইট, মুহিবুল ইসলাম আজাদ,খলিলুর রহমান, আকবর আলী সোহাগসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি / সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের  সহ সভাপতি মনসুর আহমদ চৌধুরী, অরবিন্দু ঘোষ বিন্ধু, কামাল হাসান, সিএম জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কোষাধ্যক্ষ খালেদ আহমদ,  যুবলীগের সভাপতি আব্দুস শহীদ, সম্পাদক মইনুল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক মিফতা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh