বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শমশেরনগরে নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকওয়াজ অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে কুলাউড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি ও  মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা মৌলভীবাজারে কোনরকম তদবির বা সুপারিশ ছাড়াই কনস্টেবল পদে ৫৬ জন নির্বাচিত জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কুলাউড়ার কায়ছল ইসলাম কুলাউড়ায় উরসের নামে অশ্লীলতা বন্ধের দাবি এলাকাবাসীর কুলাউড়ায় ছাত্রদল নেতা সালমানের জন্মদিন পালন কুলাউড়ায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা – সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলে মিলে কাজ করার আহবান পুলিশের  দীর্ঘ দিনের কোন্দলের অবসান ঘটিয়ে কুলাউড়া বিএনপির ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার কুলাউড়ায় ২৭ প্রতিবন্ধী পেল ঠিকানা ফাউন্ডেশনের হুইল চেয়ার

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ সিপার উদ্দিন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

কুলাউড়ায় ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। ৮ জুলাই (সোমবার) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাঁকে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

যোগদানের সময় উপস্থিত ছিলেন কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু ও শিরিন বেগম, কলেজ গভনিংবর্ডির সদস্য, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক ও সাংবাদিক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, শিক্ষক-কর্মচারীরা আন্তরিক হলে এ প্রতিষ্ঠানকে সেরা প্রতিষ্ঠানে রূপদান করা সম্ভব হবে। ছাত্রছাত্রীদের ভালো ফলাফল, ভর্তি বৃদ্ধি, কলেজের সৌন্দর্য ও অবকাঠামো উন্নয়নে তিনি কাজ করবেন বলে জানান।

জানা গেছে, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ১৯৯৭ সালে ঢাকা কলেজ থেকে প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ২০০২ সালে ভাটেরা কলেজে কম্পিউটার শিক্ষা বিষয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১২ সালে কুলাউড়া ডিগ্রি কলেজে আইসিটি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে পরে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর ২০১৭ সাল থেকে তিনি ভাটেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বর্তমানে কুলাউড়া পৌরসভার মেয়রের দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ ২০২০ সালের ১৫ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপরে দীর্ঘদিন কলেজের উপাধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম ভুট্টু ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব পালন করে গত ৩০ জুন তিনি অবসরে যান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh