সাংবাদিক এম এ কাইয়ুমের গ্রামের বাড়ি কুলাউড়ায় ভাংচুর করা হয়েছে। এমনকি তার নিজস্ব গরুর ফার্ম থেকে প্রায় ১৫ লক্ষ টাকার গরু লুট করা হয়েছে। গতকাল (সোমবার) গভীর রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আছকির আলী, সুন্দর আলী, কয়ছর আহমদ জানান, গভীর রাতে ভাংচুরের শব্দ শুনে ঘুম ভাঙ্গে। এসে দেখি ফার্মের গরু নিয়ে যাচ্ছে বেশ কয়েকজন। তাদের হাতে ছিলো ধারাল অস্ত্র, লাঠি।
সাংবাদিক কাইয়ুম জানান, গভীর রাতে তার গ্রামের বাড়িতে হামলা চালিয়ে এমকে এগ্রো ডেইলি ফার্মের প্রায় ১৩ টি গরু লুটপাট করা হয়েছে।। কাইয়ুম বলেন, মাদকের নিউজ করেছিলাম প্রভাবশালীদের বিরুদ্ধে। আর সিলেট সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেছিলাম। মাদক কারবারি ও আমার সাইবার মামলার বিবাদীরা সঙ্গবদ্ধ হয়ে আমার বাড়িতে হামলা করে লুটপাট করে।