বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী’র ইন্তেকাল  আমরা সকলকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়া মনসুর এলাকায় জামায়াতের মহিলা সমাবেশ প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে আজ সমাবেশ ও স্মারকলিপি প্রদান সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা কুলাউড়ায় চা শ্রমিকদের নিয়ে জামায়াত আমীরের মতবিনিময় কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হাকালুকির চকিয়া বিলে মাছ চুরিতে বাঁধা দেয়ায় পাহারাদারের ওপর হামলা কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১ কুলাউড়া রাঙ্গীছড়া বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াত আমীর

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে স্বেচ্ছাসেবকদল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাদিপুর ইউনিয়ন শাখা ।

৬ সেপ্টেম্বর (শুক্রবার) কাদিপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে ৭০ টি পরিবারের মধ্যে (ভালোবাসার খাম) উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

কাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা বলেন, ভারতের আগ্রাসনে যে বন্যার সৃষ্টি হয়েছে তা মোকাবেলা করতে বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠন তারেক রহমানের নির্দেশে সদা প্রস্তুত রয়েছে। বিএনপি বার বার প্রমাণ করেছে বিএনপি জনগণের দল, জনগণ নিয়েই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি করেছেন এবং করে যাচ্ছেন। বিশেষ অতিথির বক্তব্যে আহমেদ আহাদ বলেন, কাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল প্রমাণ করে দিয়েছে আওয়ামীলীগ-এর মতো ঘরে বসে থাকার দল বিএনপি নয়।

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, কুলাউড়া বিএনপির ত্রাণ কমিটির সদস্য সচিব বদরুল খান, কাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদ মিয়া, কাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জেলা বিএনপি নেতা হীরা মিয়া, কাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম ও মোহাম্মদ আব্দুর রব সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh