শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাতারে জালালাবাদ এসোসিয়েশনের নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক তাহের কুলাউড়ায় বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ইতিহাস বলে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি – কুলাউড়ায় ডা: জাহিদ হোসেন কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভা সফলের লক্ষে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে বহুল আলোচিত প্রেমিকা হত্যা মামলার আসামী পুলিশের হাতে আটক কুলাউড়ায় বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের সাধারণ সম্পাদক হারুন তালুকদার সংবর্ধিত কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন মানুষ গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে – কুলাউড়ায় মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান বড়লেখা ইটাউরীতে লন্ডর প্রবাসী আনোয়ারের উদ্যোগে কম্বল বিতরণ কুলাউড়া বিএনপির ১২ ডিসেম্বরের কর্মীসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত ফুটপাত, মানুষের স্বস্তি 

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
মৌলভীবাজারের কুলাউড়া শহরের প্রধান  সড়কের দুই পাশের ফুটপাত ২ দিন আগেও ছিল হকারদের দখলে। নিত্যদিন হকাররা ফুটপাতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতেন। পণ্য বেচাকেনার কারণে ফুটপাতে মানুষের ভিড় লেগে থাকত। এতে ফুটপাত দিয়ে হেঁটে চলা কষ্টকর হয়ে পড়ত এলাকাবাসীর । ভোগান্তি নিয়ে শহরে মানুষের যাতায়াত করতে হতো। সেই  প্রধান সড়কসহ অধিকাংশ সড়কের ফুটপাত এখন প্রায় ফাঁকা।
প্রশাসন ও পুলিশের কঠোর তৎপরতায় ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়েছে। ফলে স্বস্তি নিয়ে ফুটপাত দিয়ে হাঁটতে পারছেন পৌরবাসীসহ উপজেলার  মানুষ।
জানা গেছে, কুলাউড়া পৌর শহরের ব্যস্ততম এলাকা বাসস্ট্যান্ড থেকে উত্তরবাজার পর্যন্ত যানজট কমাতে ও ফুটপাত দখলমুক্ত করতে   সোমবার উচ্ছেদ অভিযান চালায় উপজেলা ও পুলিশ প্রশাসন। ফুটপাতে হকার আবার যাতে না বসে সে জন্য অভিযানের পরদিন মঙ্গলবারও তদারকি করেন প্রশাসনের কর্মকর্তারা।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে সরেজমিনে পৌর শহর ঘুরে দেখা যায়, অবৈধ পার্কিং ও ফুটপাতে হকার না থাকায় শহর প্রায় পুরোপুরি ফাঁকা। নেই কোলাহল। ফাঁকা ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন পথচারীরা।
উপজেলা ও পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী। তারা বলছেন, শুধু একদিন অভিযান চালালে হবে না। অভিযান অব্যাহত থাকতে হবে।
ফুটপাত দিয়ে চলাচলকারী মতিন মিয়া  নামে এক পথচারী জানান, অনেকদিন পর কুলাউড়া শহরের ফুটপাত এতো ফাঁকা দেখে খুব ভালো লাগছে। তবে দেখার বিষয় হলো কতদিন এটি থাকে। আশা করবো, আমাদের প্রিয় শহর ২ বা ৩ দিনের জন্য নয়; সবসময় যেনো এমন থাকে।
মতিনের মতো আরও কয়েকজন পথচারী  বলেন, ফাঁকা সড়কে খুব ভালো লাগছে। কিছুদিন আগেও হকারদের কারণে হাঁটা যাচ্ছিলো না। এর জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার জানান, ফুটপাতে এখন আর কোনো হকার বসতে পারবেনা। সাধারণ মানুষরা ফুটপাত দিয়ে যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন- সেলক্ষ্যে পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করবে।
শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরাপদ করতেই এমন উদ্যোগ জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন  বলেন, কুলাউড়া শহরকে সুশৃঙ্খল ও যানজটমুক্ত করতে পুলিশ ও শহরবাসীকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা,  মো. মহিউদ্দিনের জানান, পৌরবাসীসহ শহরে আগত লোকদের যানজটমুক্ত নিরাপদ চলাচলে  এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh