শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নে জামায়াত প্রার্থীর জনসভা ব্যাকটেরিয়া মারতে ভাইরাস: ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান

জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২৫ হাজার কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি

মোহা. আব্দুল মালেক হিমু , বাকু থেকে
  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ২৯) শেষ হচ্ছে আজ শনিবার । যদিও গতকাল শুক্রবার শেষ হওয়ার কথা ছিল । কিন্তু সম্মেলনের মূল আলোচ্য বিষয়—জলবায়ু অর্থায়ন নিয়ে । চলছে দর–কষাকষি। তাই  জাতিসংঘের বার্ষিক এই জলবায়ু সম্মেলনের সময় আরও এক দিন বেড়েছে। তবে আজ শনিবারের মধ্যেও সম্মেলনে কাঙ্ক্ষিত ফলাফল আসবে কি না, তা নিয়েও রয়েছে সংশয় । শেষ দিকে সম্মেলনে অর্থায়নের নতুন লক্ষ্য ঠিক করে জাতিসংঘ খসড়া প্রকাশ করেছে । এটি পুরো সম্মেলন জুড়ে ক্ষোভের সৃষ্টি করে।

খসড়ায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অনুন্নত দেশগুলোকে বছরে ২৫ হাজার কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে । এই অর্থের জোগান দিবে উন্নত দেশগুলো বলা হলেও কোথা থেকে কত অর্থ আসবে এবং কতটা অর্থ প্রাপ্তি হবে- এ ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। যদিও একে ন্যায় সম্মত নয় দাবি করে, বরাদ্দ আরো বাড়ানোর আবেদন জানিয়েছে ক্ষতিগ্রস্ত দেশগুলো।

খসড়ায়  অর্থ বরাদ্দের পরিমাণ নিয়ে ‘হতাশা’ প্রকাশ করেছেন বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কপ২৯-এ এবার আমরা আশাহত হলাম। উন্নয়নশীল দেশগুলো বছরে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের কোনো নির্দিষ্ট ব্যবস্থার আওতায়ও নেই। ক্ষতিগ্রস্ত দেশগুলোর চাহিদার ব্যপারে এই প্রস্তাব আশ্চর্যজনকভাবে অপ্রতুল। এই বরাদ্দকে অনুদান হিসেবে চিহ্নিত করা হয়নি। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানান বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা ।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh