আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৩৩ আসনে দলের প্রাথমিক আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে গণফোরাম। ঘোষিত তালিকা অনুযায়ী, দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা-৬, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান মাগুরা-১ আসন থেকে ভোট করবেন।
শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনে দলের উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, মৌলভীবাজার – ২ কুলাউড়া আসনে দলের কেন্দ্রীয় সদস্য মোতাহির আলম চৌধুরী, মৌলভীবাজার – ৩ সদর ও রাজনগর আসনে বকশী ইকবাল আহমদ এবং মৌলভীবাজার – ৪ কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনে আব্দুর রশিদ চৌধুরী মাখন কে মনোনয়ন দেয়া হয়েছে ।
গণফোরাম বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র দল। নির্বাচন সামনে রেখে প্রধান শরিকের চাওয়া অনুযায়ী, দলটি ইতোমধ্যে তাদের ১৬ জনের প্রার্থী তালিকা বিএনপির কাছে জমা দিয়েছে।
উল্লেখ্য ২০১৮ সালে নির্বাচনে মৌলভীবাজার – ২ কুলাউড়া আসনে গণফোরামের প্রার্থী ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ।