শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে বিক্ষুব্ধ জনতা মৌলভীবাজারের কুলাউড়া থানা, ডাক বাংলা, আওয়ামী লীগ কার্যালয়, মুক্তিযোদ্ধা ভবন এবং আওয়ামীলীগ নেতাদের বাসা বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগ করে ।
সরেজমিনে দেখা যায়, সোমবার (৫ আগস্ট ) বিকেল তিনটার পর থেকেই শহরে নানা শ্রেণি-পেশার মানুষ প্রবেশ করতে শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর পাওয়ার পর পরই বিজয় উল্লাস শুরু হয়। এ সময় খণ্ড খণ্ড বিজয় মিছিল শহরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ অলিগলি প্রদক্ষিণ করে। এরই মাঝে বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, কুলাউড়া থানা, ডাক বাংলা, আওয়ামী লীগ কার্যালয়, মুক্তিযোদ্ধা ভবন এবং আওয়ামীলীগ নেতাদের বাসা বাড়ীতে হামলা করে । পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সরকারি গাড়ি ও থানার পুলিশ সদস্যদের ২০-২৫টি মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি ও পুলিশ সদস্যদের বসার কক্ষে ভাংচুর করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও ডাকবাংলো ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।
পরে সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের মালিকানাধীন মিতালি ফার্মেসি ভাঙচুর করে সমস্ত ঔষধ লুটপাট করা হয়। এরপর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদের বাড়িতে হামলা করা হয়। কাদিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালামের ব্যবসা প্রতিষ্ঠান আরশদ ক্লথ স্টোরে হামলা ভাঙচুর করে সকল কাপড় লুটপাট করা হয়। মনসুরস্থ তার বাড়ীতে হামলা করা হয় । বিকেল ৩ টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শহর জোড়ে চলে ভাঙচুর তাণ্ডব লীলা । রাত সাড়ে আটটা দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে পুরো পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসলে বিক্ষুদ্ধ জনতা শহর ত্যাগ করে চলে যান।