বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী’র ইন্তেকাল  আমরা সকলকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়া মনসুর এলাকায় জামায়াতের মহিলা সমাবেশ প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে আজ সমাবেশ ও স্মারকলিপি প্রদান সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা কুলাউড়ায় চা শ্রমিকদের নিয়ে জামায়াত আমীরের মতবিনিময় কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হাকালুকির চকিয়া বিলে মাছ চুরিতে বাঁধা দেয়ায় পাহারাদারের ওপর হামলা কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১ কুলাউড়া রাঙ্গীছড়া বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াত আমীর

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতিবিরোধী কমিটির উদ্যোগে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মানববন্ধন ও পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান তরুণ প্রজন্মরা আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে জানিয়ে বলেন, দুর্নীতির জাল সমাজের সবক্ষেত্রে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এই জাল ছিন্ন করা খুবই কঠিন। এজন্য সরকার তারুণ্যের ওপর নির্ভর করেছে। তরুণরা যেহেতু ২৪ এর গণঅভ্যূত্থান করেছে, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে। আগামীতে এই তরুণরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করে যাবো।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শফিকুল ইসলাম, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির ও কমিটির সদস্য বাবলি তালাং। এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা আখন্দ জান্নাতুল মাওয়া, প্রভাষক গায়ত্রী চক্রবর্তী, নির্মাল্য মিত্র সুমন ও মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন প্রমুখ। সভার পূর্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh