মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনকে কুলাউড়ায় সংবর্ধনা কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন সিলেট উইমেন চেম্বারের দুই দিনব্যাপী পিঠা উৎসব সমাপ্ত কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উদযাপন  কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো নারীর, গ্রেপ্তার ১ শোভাযাত্রার মাধ্যমে কুলাউড়ার লংলা কলেজের দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু মৌলভীবাজারে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী কুলাউড়ায় ৩০ বছর পর এম এ গনি আদর্শ কলেজে ডিগ্রী স্থরের অনুমোদন সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই- কুলাউড়ায় জেলা প্রশাসক ইসরাইল হোসেন কুলাউড়া পৌরসভার ৩য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কুলাউড়ায় অবৈধভাবে টিলা কাটায় যুবককে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

 

অবৈধভাবে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের দায়ে আলমগীর মিয়া নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মলাংগি নামকস্থানে এ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। দণ্ডিতব্যক্তি কুলাউড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, জয়চণ্ডীর মলাংগি নামকস্থানে দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে টিলা কাটা এবং এর সন্নিকটে আবাসিক এলাকার ভিতরে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন আলমগীর। কয়েকদিন অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আজ ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের মূলহোতাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু ও মাটি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং টিলা কাটা প্রতিরোধসহ পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে । অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানাপুলিশের একটি দল সহায়তা করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh