বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পুনঃ নির্বাচনী তফসিল ঘোষণা কুলাউড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা কুলাউড়া সদর ইউনিয়নে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মৌলভীবাজার প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব মিথ্যা মামলায় খালাস পেলেন লন্ডন প্রবাসী সাংবাদিক ভুট্টো কুলাউড়ায় অপারেশন ডেভিল হান্টে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার কুলাউড়ায় গাঁজা সেবনের দায়ে পাঁচজনের কারাদণ্ড দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হলেন সিনিয়র সাংবাদিক এম ইদ্রিস আলী কুলাউড়া থানার সুজন তালুকদার ও আলীম জেলার শ্রেষ্ঠ এস আই মনোনীত

কুলাউড়ায় সাইফুর-হোসনা স্কলারশীপের পুরস্কার বিতরণ সম্পন্ন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারে কুলাউড়ায় দ্বিতীয় বারের মতো ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উপজেলা ভিত্তিক “সাইফুর-হোসনা স্কলারশীপ” এর পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উৎসব মুখর পরিবেশে উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সুপার কাজী মাওলানা আব্দুস সামাদ কয়েসের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা তাহিদুল ইসলামের রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা আগামীতে রাষ্ট্র কিংবা সমাজের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবে। কুলাউড়ায় শিক্ষা প্রসারে মেধাভিত্তিক এই বৃত্তি পরীক্ষা ভূমিকা রাখবে। আমি সব জায়গায় একটি কথা বলে থাকি, আপনার জীবনের সমস্ত অর্জন ব্যর্থ, যদি আপনার সন্তানকে আপনি মানুষ করতে না পারেন। কিভাবে করবেন, প্রত্যেকের আলাদা আলাদা পদ্ধতি থাকতে পারে। সকল সন্তান একরকম নয়, অনেক সন্তান জেদ করতে পারে, অনেক সন্তান অন্যরকম আচরণ করতে পারে। সন্তানের দিকে আপনাকে খেয়াল করতে হবে তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাই প্রত্যেক পিতা-মাতাকে সেই ভাবে ছেলে-মেয়েদের যতœ নিতে হবে। আর শিক্ষার্থীদেরও অভিভাকদের আদেশ মতে জীবন পরিচালিত করতে হবে।
মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা ছাত্র-ছাত্রীদের পড়াবেন কিন্তু প্রতিদিন ক্লাসে ৫ মিনিট নীতি-নৈতিকতা পড়াবেন। ক্লাসে পড়ালেখার পাশাপাশি নীতি-নৈতিকতার শিক্ষা যাতে দেয়া হয় সেটি নিশ্চিত করতে  হবে। আমরা আসলে গ্র্যাজুয়েট তৈরি করতেছি প্রচুর মানুষকে, নীতিহীন মানুষও তৈরি করতেছি। এটার দায় এই সমাজের, রাষ্ট্রের ও আমাদের সবাইকে নিতে হবে। আসলে আমরা প্রকৃত মানুষ খোঁজে পাচ্ছিনা। উদাহরণ দিয়ে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটা কথা লেখা থাকে, আপনি যদি এমন একজন ডাক্তার তৈরি করেন যিনি আসলে ভালোভাবে পড়ালেখা না করে বের হয়েছেন, তাহলে তিনি শুধু মানুষকে আসলে উপকার করবেন না ক্ষতিই করবেন। আপনি যদি এমন একজন ইঞ্জিনিয়ার তৈরি করবেন যে আসলে ভালোভাবে পড়ালেখা না জেনে, ভালো নীতি-নৈতিকতা না শিখে তার দ্বারা যে বিল্ডিং তৈরি করা হবে সেটি দুর্বল হবে ভেঙ্গে যাবে। ওই ভাবে আফ্রিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করা হয়।
শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে ইউএনও মহিউদ্দিন বলেন, আপনারা শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা আগে শেখাবেন, পড়ালেখা অনেক পড়াতে পারবেন, মৃত্যুর আগ পর্যন্ত পড়াবেন কিন্তু এই কোমলমতি শিক্ষার্থীদের মনে যখন ছোটবেলা থেকেই নীতি-নৈতিকতার বিষয়টি ঢুকিয়ে দেয়া যায় তখনই তারা ভবিষ্যতের জন্য তাদের পরিবার কিংবা রাষ্ট্রের কল্যাণ হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন। এসময় উপস্থিত ছিলেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার সুপার  মাও. আহসান উদ্দিন, চৌধুরীবাজার জিএস কুতুব শাহ  দাখিল  মাদ্রাসার সুপার মাও.আবুল বাশার, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার মোহাদ্দিস মাও. আব্দুল আজিজ, মাদ্রাসা পরিচালনা কমিটির  সহ-সভাপতি মাও. আব্দুল লতিফ, আলী মিয়া, বশারত মিয়া, সিরাজ মিয়া, মোবারক আলীসহ মাদ্রাসার শিক্ষক  ও এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বৃত্তিপ্রাপ্ত ও কৃতি  শিক্ষার্থীদের  হাতে পুরস্কার তুলে দেন। পরীক্ষায় ১ম স্থান অর্জন করে পুষ্প নিকেতন স্কুলের আফিফা হক মিতু, ২য় স্থান আনন্দ বিদ্যপীঠের তানজিলা ইসলাম চৌধুরী ও  ৩য় স্থান অর্জন করে তামজিদা খাতুন।
মাদ্রাসার সুপার কাজী মাওলানা আব্দুস সামাদ কায়েস জানান, মেধাবৃত্তি পরীক্ষায় ১ম পুরস্কার ১৫ হাজার টাকা, ২য় পুরস্কার ১২ হাজার টাকা, ৩য় পুরস্কার ১০ হাজার টাকাসহ শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। এছাড়া উপজেলার ১৩ ইউনিয়নে একজন করে শ্রেষ্ঠ স্থান অর্জনকারীকে শিক্ষা উপকরণ ও সনদপত্র দেয়া হয়। তিনি জানান, কুলাউড়া সদর ইউনিয়নের নাজিরের চক গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুর রহমান সাইকু নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসাটি ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন। সাইফুর রহমান ও তাঁর সহধর্মিণী হোসনা বেগমের পৃষ্ঠপোষকতায় গত বছর থেকে এই মেধাবৃত্তি চালু হয়। মূলত শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতিযোগিতা বাড়াতে ও ইসলামী শিক্ষার বিষয়ে ধারণা অর্জনের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।#

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh