সোমবার, ০৫ মে ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু কুলাউড়ায় মাসব্যাপী ড্রাইভিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু কুলাউড়ায় পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়ায় পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন  কুলাউড়ায় ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুলাউড়ায় হৃদয় আহমদ সদরের সংবাদ সম্মেলন কুলাউড়ায় ডেভিল হান্টের অভিযানে যুবলীগ কর্মী ঝিনুক গ্রেপ্তার

কুলাউড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

 

মহি উদ্দিন রিপন : মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শাহ জহুরুল হোসেন। পরে একে একে পুলিশ প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, জাসদসহ অন্যান্য সংগঠননের নেতৃবৃন্দরাও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া ভাষাসৈনিক রওশানা আরা বাচ্চুর সমাধিস্থলেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ৮টায় শহরে প্রভাতফেরি ও সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শাহ জহুরুল হোসেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নিবাস চন্দ্র পাল,  থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, পৌর আমির মো. রুহুল আমিন রইয়ব, বিএনপি নেতা মুরাদ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা লিংকন তালুকদার,নাহিদুর রহমান, আদনান চৌধুরী, ইব্রাহিম আলী ও মো. জাকির প্রমুখ।

সভাশেষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh