বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা

কুলাউড়ায় যাত্রা শুরু করলো গ্রীনভিউ হাসপাতাল

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রীনভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭  ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরস্থ উত্তরবাজারের মুমিন অ্যান্ড মোহিত প্লাজায় হাসপাতালের উদ্বোধন করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী।
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এখনও ভঙ্গুর পরিস্থিতি বিরাজমান।
এ পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। তিনি গ্রীনভিউ হাসপাতালের যাত্রা মানব কল্যাণের নিদর্শনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোতাব্বির হোসেন তুলার সার্বিক ব্যবস্থাপনায় ও হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সিনিয়র সাংবাদিক  এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন ও সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, মজলিসে শুরার সদস্য  রাজানুর রহিম ইফতেখার, পৌর আমির রুহুল আমিন রইয়ব , যুক্তরাজ্য প্রবাসী ফারুক উদ্দিন আহমদ, লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলুর রহমান, কাজী সগীর আহমদ, প্রবাসী হাজী আব্দুল মুহিত, হাফিজুর রহমান, নাসির আহমদ, কাজী জসিম উদ্দিন, ডা. আলমগীর হোসেন সরকার, ডা. শোভন ও ইব্রাহিম খলিল প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন
উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি সাইফুল ইসলাম খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, এস আর অনি চৌধুরী, রফিকুল ইসলাম মামুন, ইব্রাহিম আলী, হাবিবুর রহমান হোসাইন প্রমুখ।
হাসপাতালের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী মো. ইসলাম উদ্দিন বলেন, কুলাউড়া অঞ্চলের পাঁচ লক্ষাধিক মানুষ স্বাস্থ্যসেবায় মৃত্যুর ঝুঁকি ও অর্থের অভাবে সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত।
যেহেতু আমার বাড়ি কুলাউড়ায়। তাই আমি আমার এলাকার অবহেলিত ও অসহায় মানুষের কথা চিন্তা করে স্বল্পখরচে মানসম্পন্ন চিকিৎসাসেবা দেওয়ার জন্য এই প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh