মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আমরা সকলকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়ায় অবৈধভাবে বালু সরিয়ে জরিমানা গুনলেন সজল প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে আজ সমাবেশ ও স্মারকলিপি প্রদান সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা কুলাউড়ায় চা শ্রমিকদের নিয়ে জামায়াত আমীরের মতবিনিময় কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হাকালুকির চকিয়া বিলে মাছ চুরিতে বাঁধা দেয়ায় পাহারাদারের ওপর হামলা কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১ কুলাউড়া রাঙ্গীছড়া বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াত আমীর আনন্দ উল্লাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো পর্তুগাল বিএনপি

কুলাউড়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে তিনটি ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার লংলা ব্রিকস, এম এন এইচ ব্রিকস ও সোনালী ব্রিকসে এই অভিযান পরিচালনা চালানো হয়। এসময় ইটভাটাগুলোর স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া অন্যান্য ইটভাটার কাগজপত্র যাচাই করা হয়। অবৈধ অন্যান্য ইটভাটাগুলোতে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম। এসময় কুলাউড়া থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া রুপসী ব্রিকফিল্ডকে সাত দিনের মধ্যে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh