রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ারের সভাপতি আব্দুল জলিল সেফুল’র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা কুলাউড়ায় শুভ সংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ছালামকে সংবর্ধনা কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক ফ্রান্সে সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ কুলাউড়ায় দেবর কতৃক ভাবির উপর হামলার অভিযোগ রেডিও পল্লীকণ্ঠ এর আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত কুলাউড়া পৌর এলাকার বাদে মনসুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্রাইট একাডেমির বেসিক গ্রামার কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

কুলাউড়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে তিনটি ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার লংলা ব্রিকস, এম এন এইচ ব্রিকস ও সোনালী ব্রিকসে এই অভিযান পরিচালনা চালানো হয়। এসময় ইটভাটাগুলোর স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া অন্যান্য ইটভাটার কাগজপত্র যাচাই করা হয়। অবৈধ অন্যান্য ইটভাটাগুলোতে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম। এসময় কুলাউড়া থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া রুপসী ব্রিকফিল্ডকে সাত দিনের মধ্যে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh