রবিবার, ১৫ জুন ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ ডিসেম্বর পর্যন্ত অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দেশ থাকবে, নেতাকর্মীদের সতর্ক ও সাবধান থাকতে হবে- এম নাসের রহমান সকাল থেকেই উষ্ণ ঢাকার তাপমাত্রা, আরও বাড়বে গরম ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের এআই অ্যাপ ন্যায়পরায়ণ লোকেরা ক্ষমতায় আসলে পাঁচ বছরেই দেশের চেহারা পাল্টে যাবে ডা. শফিক কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের  উদ্যোগে কোরবানি  কুলাউড়ায় ঈদ উদ্‌যাপন করবেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান  জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন মৌলভীবাজারে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ পৌরসভার দেখিয়ারপুরে আর সি সি দ্বারা ঢালাই কাজের উদ্বোধন

কুলাউড়ায় যুবতীকে কু’পি’য়ে আহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
Oplus_131072

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বোন জামাইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক শালীকাকে কু’পি’য়ে আহত করার ঘটনা ঘটছে। রোববার (৩০ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত ওই যুবতীকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর এলাকার বাসিন্দা ইছাক মিয়া পরিবার নিয়ে মিঠুপুর এলাকার বাসিন্দা আতিকুর রহমান ইমরানের ফিসারী পাড়ের ঘরে বসবাস করতেন। তিনি ইমরানের ফিসারীর (মাছের ঘের) দেখাশোনা করতেন। রোববার ইফতারের পরে ইছাক মিয়া বাজারে চলে যান। তখন ঘরে একাই ছিলেন তার মেয়ে সিতাই বেগম (৩৫)। এসময় সিতাই বেগমের খালাত বোন জামাই জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর এলাকার বাসিন্দা বদরুল হোসেন তাদের ঘরে আসেন। এই বদরুল পেশায় ট্রাক চালক। তিনি কুলাউড়ার বিছরাকান্দি এলাকার সালামত মিয়ার ভাগ্নী জামাই এবং তাদের বাসার পাশেই বর্তমানে বসবাস করেন।

সিতাই স্বামী পরিত্যক্ত হয়ে ছেলেকে নিয়ে মা বাবার সাথে ফিসারী পাড়ে বসবাস করার পর থেকেই এই খালাতো বোন জামাই বদরুল তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন।

রোববার রাতে সিতাইকে ঘরে একা পেয়ে কুপ্রস্তাব দেন বদরুল। এতে সিতাই রাজী না হলে তাকে ছুরি দিয়ে কু’পি’য়ে আহত করে পালিয়ে যান বদরুল। খবর পেয়ে এলাকার লোকজনের সহায়তায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান মা বাবা। তার জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

মিঠুপুর এলাকার বাসিন্দা ফিসারী মালিক আতিকুর রহমান ইমরান জানান, খবর পেয়ে তিনি তাদেরকে নিয়ে হাসপাতালে গিয়েছেন। বদরুল এর আগেও কয়েকবার সিতাই বেগমের সাথে অশালীন আচরণ করেছেন।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান সিতাই বেগমের পিতা ইছাক মিয়া। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh