মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু কুলাউড়ায় মাসব্যাপী ড্রাইভিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু কুলাউড়ায় পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়ায় পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন  কুলাউড়ায় ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুলাউড়ায় হৃদয় আহমদ সদরের সংবাদ সম্মেলন কুলাউড়ায় ডেভিল হান্টের অভিযানে যুবলীগ কর্মী ঝিনুক গ্রেপ্তার

কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

 

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে সভাপতি-সম্পাদকসহ ২৩ পদে প্রতিদ্বন্ধি না থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ব্যবসায়ী সমিতির নির্বাচনী কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে ৪৭ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান।

চূড়ান্ত ঘোষণাকালে খন্দকার লুৎফুর রহমান ছাড়াও নির্বাচন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার আহমদ, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বদরুল ইসলাম বদই, খন্দকার আব্দুস সোবহান, দেব দুলাল চৌধুরী প্রদীপ ও  এবং অফিস ম্যানেজার আব্দুল আজিজ।

খন্দকার লুৎফুর রহমান জানান, আগামী ২৬ এপ্রিল (শনিবার) উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করে ৫১ জন মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার (৯ এপ্রিল) বাছাইয়ের সময় সভাপতি পদের প্রার্থী আশরাফুল আলম রাজার মনোনয়নপত্রে নিজ স্বাক্ষর ও ছবি না থাকায় বাতিল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রত্যাহারের দিন সহ-সভাপতি পদে নির্মাল্য মিত্র সুমন, সম্পাদক পদে আবুল কাশেম ও ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক পদে আজির উদ্দিনসহ ৩ জন মনোনয়ন প্রত্যাহার করায় ৪৭ জন প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা করা হয়। আগামী শনিবার (১২ এপ্রিল) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

তিনি আরও জানান, সমিতির ৩৫ পদের মধ্যে ১২ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২৩ পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। প্রতিদ্বন্দ্বী ছাড়া প্রার্থীরা হলেন বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল, সহসভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও ডা. মো. কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক এম আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ মো. বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা পদে এইচডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক  বেলায়েত হোসেন লাভলু ও নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি।

এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ মো. সুমন, সদস্য মারুফ আহমদ জালাল ও জহিরুল ইসলাম এশু, ৩ নম্বর ওয়ার্ড সদস্য শেখ মোহাম্মদ আছকর আলী ও আব্বাছ আলী, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হায়দার আলী ও আব্দুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড সম্পাদক জাকির হোসেন মুহিত, ওয়ার্ড সদস্য এনামুল হক ও মো. আবুল কালাম রাসেল, ৭ নম্বর ওয়ার্ড সম্পাদক আজিজুর রহমান খালেদ এবং ওয়ার্ড সদস্য শাহাদাত খান ও ওয়াহিদুল ইসলাম শিপন, ৮ নম্বর ওয়ার্ড সম্পাদক পদে আতিকুল ইসলাম।

যেসব পদে ২৪ জন প্রার্থী নির্বাচন করবেন তারা হলেন সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, ইকবাল হোসেন সুমন, মো. আলমাছ পারভেজ তালুকদার, ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল করিম বাচ্চু ও মাও. এনামুল ইসলাম। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন, নাইমুল ইসলাম ও ইমন মিয়া, ৩ নম্বর ওয়ার্ড সম্পাদক কামাল আহমদ, জনি খান ও আব্দুল মতলিব, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. গৌছ মিয়া ও মুহিবুর রহমান জাবেদ, ৬ নম্বর ওয়ার্ড সম্পাদক জুবের খান, মো. খায়রুল ইসলাম ও ইকবাল আহমদ দিপু, সদস্য জসিম মিয়া, নজরুল ইসলাম সোনা, কামাল আহমদ ও আব্দুল হান্নান সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড সদস্য সুদীপ আচার্য, নাজিম বখশ ও মো. মোস্তফা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh