সোমবার, ০৫ মে ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু কুলাউড়ায় মাসব্যাপী ড্রাইভিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু কুলাউড়ায় পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়ায় পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন  কুলাউড়ায় ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুলাউড়ায় হৃদয় আহমদ সদরের সংবাদ সম্মেলন কুলাউড়ায় ডেভিল হান্টের অভিযানে যুবলীগ কর্মী ঝিনুক গ্রেপ্তার

কুলাউড়া পৌর প্রশাসকের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহে ব্যাপক সাড়া ফেলেছে পাড়া মহল্লায় 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় ভ্রাম্যমান গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহের কাজে ব্যাপক সাড়া ফেলেছে পাড়া মহল্লায় সেই সাথে  প্রত্যেকটি ওয়ার্ডে এগিয়ে চলেছে কার্যক্রম । প্রথমবারের মতো কুলাউড়া পৌরসভায় বর্তমান প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের উদ্যোগে পৌর নাগরিকদের বাসা-বাড়ির জমানো ময়লা-আবর্জনা সংগ্রহের কাজ গত তিনমাস ধরে ধারাবাহিকভাবে চলছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে চতুর্থ ধাপে পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাদে মনসুর , উছলাপাড়া , কাছুরকাপন , লস্করপুর, জগন্নাথপুর, ছাতলগাঁওয়ের আংশিক এলাকায় ময়লা সংগ্রহের কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন। এর আগে গত ১০ জানুয়ারি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য সংগ্রহের উদ্বোধন করা হয়।

চতুর্থ ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক নাজমুল বারী সুহেলের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান, উপজেলা বিএনপি নেতা শেখ শহীদুল্লাহ্,  রাইজিং স্টার ক্লাবের বোর্ড  চেয়ারম্যান তোফায়েল আহমদ ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুহিত বাবলু, সুরমান আহমদ, ইছরাব আলী প্রমুখ।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার বাসিন্দা নাজমুল বারী সুহেল বলেন, আমাদের ওয়ার্ডে গত ৩ মাসে প্রায় ৩ শতাধিক নাগরিক তাদের বাসাবাড়িতে জমানো ময়লা পৌরসভার ভ্রাম্যমান গাড়িতে হস্তান্তর করেছেন। ইতিমধ্যে শতাধিক নাগরিক উৎসাহিত হয়ে গাড়ির চালক ও জ্বালানি তেলের জন্য তাদের পক্ষ থেকে সামান্য ফি দিয়েছেন। বর্তমান প্রশাসক মো. মহিউদ্দিন মহোদয়ের এই উদ্যোগটি পৌরসভায় ব্যাপক সাড়া ফেলেছে।

পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, আমরা চাই একটা সুন্দর, বাসযোগ্য, পরিচ্ছন্ন পৌরসভা গড়তে। পরিচ্ছন্ন পৌরসভা গড়তে সকল নাগরিকদের সচেতন থেকে সহযোগিতা করে এগিয়ে আসতে হবে। অনেক নাগরিকগণ তাদের বাসাবাড়িতে জমানো ময়লা-আবর্জনা ইচ্ছে করে নির্ধারিত ডাস্টবিনে না ফেলে পৌরসভার ড্রেন ও সড়কের পাশে ফেলে দিতেন। সেই চিন্তা থেকে ভ্রাম্যমান গাড়ি দিয়ে বাসাবাড়ির ময়লা সংগ্রহের কাজ প্রত্যেকটি ওয়ার্ডে ধারাবাহিক ভাবে শুরু করা হয়েছে।

পৌর নাগরিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা জমিয়ে রাখবেন, সেই ময়লা ভ্রাম্যামাণ গাড়ির চালক বাঁশি বাজিয়ে বাসার সামনে গিয়ে গাড়িতে সংগ্রহ করবে। এতে পৌরসভার সকল নাগরিকদের ভ্রাম্যমান গাড়িতে জমানো ময়লা হস্তান্তর করে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কাজে শুরু থেকে প্রতিটি পাড়া মহল্লায় সবার সহযোগিতা পেয়েছি। আমি কৃতজ্ঞ পৌর এলাকার সকল নাগরিকদের প্রতি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh