সোমবার, ১৬ জুন ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ ডিসেম্বর পর্যন্ত অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দেশ থাকবে, নেতাকর্মীদের সতর্ক ও সাবধান থাকতে হবে- এম নাসের রহমান সকাল থেকেই উষ্ণ ঢাকার তাপমাত্রা, আরও বাড়বে গরম ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের এআই অ্যাপ ন্যায়পরায়ণ লোকেরা ক্ষমতায় আসলে পাঁচ বছরেই দেশের চেহারা পাল্টে যাবে ডা. শফিক কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের  উদ্যোগে কোরবানি  কুলাউড়ায় ঈদ উদ্‌যাপন করবেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান  জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন মৌলভীবাজারে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ পৌরসভার দেখিয়ারপুরে আর সি সি দ্বারা ঢালাই কাজের উদ্বোধন

কুলাউড়ায় বড় ভাই কর্তৃক প্রবাসী ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে আপন বড়ভাই কর্তৃক সৌদি আরব প্রবাসী ছোট ভাইয়ের বসতভিটার জায়গা জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে। ছোট ভাই প্রবাসে থাকায় বাড়িতে শুধু তার স্ত্রী ও ছোট দুই ছেলে বসবাস করছেন। সেই সুযোগে তারই আপন বড়ভাই মন্তর মিয়া ছোট ভাইয়ের বসত ভিটা ও পুকুরের জায়গা জোরপূর্বক দখল করে ঘর নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন । ১১ মে (রোববার) বিকেলে ভাসুরের এমন অনৈতিক কর্মকান্ড নিয়ে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীর স্ত্রী সেগুপ্তা ইয়াসমিন (সুমি)। জানাযায় , রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আবু তাহের সিপার দীর্ঘদিন সৌদিআরবে রয়েছেন। বাড়িতে শুধু তার স্ত্রী ও ছোট দুই সন্তান বসবাস করেন। সেই সুযোগে বাড়িতে থাকা সিপারের বড়ভাই মন্তর মিয়া জোরপূর্বক দাপট দেখিয়ে তাঁদের জায়গা দখল করে ঘর বানানোর চেষ্টা করেন। কাজ বন্ধ রাখার জন্য প্রবাসীর স্ত্রী অনেকবার আপত্তি দিলেও মন্তর মিয়া তা না মেনে আরো বেপরোয়া হয়ে কাজ চালান এবং প্রবাসীর স্ত্রী সন্তানদের নানা হুমকি ধামকি দিয়ে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেয়ার কথা বলেন । নিরুপায় হয়ে সুমি বাসুর মন্তরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদসম্মেলনে প্রবাসীর স্ত্রী সেগুপ্তা ইয়াসমিন সুমি আরো জানান, স্বামী সৌদি আরবে থাকায় তিনি তার ছোট দুই সন্তানদের নিয়ে বাড়িতে একা থাকেন। বাসুর মন্তর মিয়া প্রায় সময় উত্তেজিত হয়ে তাদেরকে প্রাণে মারার হুমকি দেন এবং তাদেরকে বাড়ি ছেড়ে অনত্র চলে যাওয়ার নির্দেশ দেন। বাসুরের এমন অনৈতিক বেপরোয়া কর্মকান্ড বন্ধ এবং তাদের নিরাপত্তার দাবি জানিয়ে প্রশাসনের প্রতি আহবান জানান তারা।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এএসআই আব্দুর রহিম বলেন, প্রবাসীর জায়গা দখলের ঘটনায় থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh