শনিবার, ১৭ মে ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ষড়যন্ত্র যতদিন থাকবে বিএনপির আন্দোলন সংগ্রাম ততদিন থাকবে- জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন কুলাউড়া সীমান্তে পুশ-ইন বাংলাদেশী ১৪ নাগরিকের পরিচয় শনাক্ত দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে অধিকার প্রয়োগের সুযোগ দিন – ডা: জাহিদ ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক সঞ্জয় পাশী গ্রেপ্তার কুলাউড়ায় বড় ভাই কর্তৃক প্রবাসী ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন কুলাউড়ায় যুবলীগ নেতা তারন গেপ্তার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জেলা প্রশাসক কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ঢেউটিন বিতরণ জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু

ষড়যন্ত্র যতদিন থাকবে বিএনপির আন্দোলন সংগ্রাম ততদিন থাকবে- জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
বিএনপির বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট সরকার অনেক ষড়যন্ত্র করেছিলো কিন্ত লাভ হয়নি। উল্টো তারা তাদের জবাব পেয়েছে আন্দোলনের মধ্য। এদেশ থেকে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে হয়েছে চুরের মতো ভেগে গিয়েছে। শনিবার (১৭ মে ) সকালে কুলাউড়া উপজেলার কর্মধা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক এড. ফয়জুল করিম ময়ুন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে সেটা এখনো শেষ হয়নি, বিএনপি এখনো গনতন্ত্র প্রতিষ্ঠা ভোটাধিকার ও অবাধ নিরেপক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রামে আছে।
আমাদের দলের উদ্দেশ্য একটাই সেটা হল নির্বাচন।দেশের জনগণ তার ভোট দিয়ে পছন্দের সরকার গঠন করবে।
আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান একজন বিচক্ষণ ও জ্ঞানী ব্যক্তি নেতৃত্বদানকারী মানুষ যিনি আমাদেরকে একটা নিয়ম তৈরি করে দিয়েছেন আমাদেরকে সেই নিয়মের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই।
এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। হাতির বহর ও ব্যান্ড পার্টির মাধ্যমে স্বাগত জানানো হয় সম্মেলনের অতিথিদের। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান। পরিবেশন করা হয় দলীয় সংগীত। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেন। বিকেল ৩টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়।
কর্মধা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.আশিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আব্দুল মুক্তাদির মনুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, আজিজুর রহমান মনির, আলমগীর হোসেন ভুঁইয়া, ময়নুল হক বকুল, সুফিয়ান আহমদ, আখদ্দস আলী মাস্টার, তারু খান, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। এসময় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ইমন কর্মধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানিম নাইম প্রমুখ।
৬ টায় ভোটগ্রহণ শেষে সভাপতি পদে আব্দুস সালাম ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল মন্নান পান ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. হারিছ আলী পান ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধী হাবিবুর রহমান আশিক ১৩৩ ভোট ও আব্দুল ওয়াহিদ পান  ৯৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে  জুবায়ের আহমদ হেলাল ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি জুবায়ের আহমদ জুনাব পান ১৬১ ভোট।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh