বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

কুলাউড়ায় ১৫০ পরিবার পেলো জাকাত ফাউন্ডেশনের ৯ হাজার কেজি চাল

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 

মৌলভিবাজারের কুলাউড়ায় অসহায়-দুস্থ ১৫০ পরিবারের মাঝে
জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার
৯ হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে।

২৪ জুলাই  (বৃহস্পতিবার) বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গনে  জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস কর্তৃক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অসহায় দরিদ্র ১৫০ টি পরিবারের মাঝে পরিবার প্রতি ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিশ্বমন্দার প্রভাবে গত বেশকিছুদিন যাবৎ মুদ্রাস্ফীতি এবং খাদ্য দ্রব্যের মূল্য উর্দ্ধগতির কারনে এদেশের নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের পরিবারগুলো চরম দারিদ্রতার শিকার হচ্ছে। উক্ত পরিবারগুলেকে সহযোগিতা করাই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য।

উক্ত বিতরণ কার্যক্রমে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার দক্ষিন এশিয়ার ম্যানেজার, বাংলাদেশ সরকারের সাবেক সচিব  মাহবুবুল হক, কান্ট্রি ডিরেক্টর  নাহিদ সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মো.মহি উদ্দিন জাকাত ফাউন্ডেশন, বাংলাদেশ অফিসের কর্মকর্তাবৃন্দ এবং সরকারের স্থানীয় প্রশাসনিক ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। জাকাত ফাউন্ডেশন কর্তৃক গরীব ও বঞ্চিত মানুষের মধ্যে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ প্রোগ্রামটি সকল মহল কর্তৃক প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh