বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

কুলাউড়ায় জামায়াতের মেয়র প্রার্থী জাকির হোসেন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীর নাম ঘোষনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ উপলক্ষ্যে জামায়াতের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের আমীর রুহুল আমিন রইয়ব এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে উপস্থিত দায়িত্বশীলদের ঐক্যমতে আগামী পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী জাকির হোসাইন এর নাম ঘোষনা করেন জেলা সেক্রেটারি। এ ছাড়া ও জাকির হোসেন জেলা জামায়াতের শুরা সদস্য ও কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমিরের দায়িত্বে রয়েছেন ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh