মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় কাদিপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী মনসুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন
অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী কটারকোনা বাজার ইসলামি ব্যাংক (এজেন্ট) এর ব্যবস্থাপক মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: সাইফুর রহমান। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসার গভর্নিং বডির অন্যান্য সদস্য বৃন্দের কন্ঠ ভোটে ৩০ জুলাই (বুধবার) বিকেলে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এর কার্যালয়ে প্রথম বৈঠকে অন্যান্য সদস্যসের কন্ঠভোটে মোঃ সাইফুর রহমান’কে গভর্নিং বডির সহসভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষানুরাগী সদস্য মো: সোহেল আহমদ শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক মোহাম্মদ মহি উদ্দিন। ডাক্তার সদস্য- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,শিক্ষক প্রতিনিধি মো: মুতাহির আলী, মো: জালাল উদ্দিন, মো: রাজু মিয়া
অভিভাবক সদস্য – মো:হারুন মিয়া, মো: আক্তার মিয়া, নুর আলম সদস্য সচিব- অধ্যক্ষ অত্র মাদ্রাসা
নবনির্বাচিত সহ সভাপতি মো.সাইফুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন “গভর্নিং বডির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশাল সম্মান ও গৌরবের বিষয়। মনসুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা এ অঞ্চলের ধর্মীয় ও আধুনিক শিক্ষার অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। আমি চেষ্টা করব মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় সম্পৃক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে।
তিনি আরও বলেন, ‘মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এই উন্নয়ন সম্ভব নয়। আমি বিশ্বাস করি, সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মাদ্রাসাটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে পারব, ইনশাআল্লাহ।'”