সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নোবেল বিজয়ীকে চমক দিলেন ডা. সাঈদ এনাম মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস মৌলভীবাজারে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন অনুষ্ঠিত ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ, জামায়াতের ! উপদেষ্টা সাথে বৈঠক কুলাউড়ায় ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা কুলাউড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালায় ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী শাজান মিয়ার পৃষ্টপোষকতায় কুলাউড়া পৌর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কুলাউড়ায় পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তার নিশ্চয়তা দিলেন সাবেক এমপি আলী আব্বাছ খান

ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও কর্মক্ষমতায় বিশেষ ভূমিকা রাখায় পুরস্কৃত হলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

গুরুত্বপূর্ণ ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার ও সামগ্রিক কর্মক্ষমতা বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন বিশেষ পুরস্কার পেয়েছেন।

১৯ আগষ্ট (মঙ্গলবার) সকাল সাড়ে আটটায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ও পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এরপর জুলাই মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানাসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও জেলার গুরুত্বপূর্ণ ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানকে ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া মৌলভীবাজার সদর থানায় ব্যবসায়ী রুবেল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, শ্রীমঙ্গল থানায় ক্লু-লেস হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন, কমলগঞ্জ থানায় আলোচিত ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং বড়লেখা থানায় আলোচিত ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য থানার অফিসার ইনচার্জগণ এবং সন্তোষজনক পারফরম্যান্সের জন্য জেলা গোয়েন্দা শাখা ও এলআইসি বিশেষ পুরস্কার লাভ করে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেন বলেন, আমার এ অর্জনে মাননীয় ডি আইজি ও জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh